Thursday, December 25, 2025

মুঘলের পর এবার CBSC থেকে বাদ ডারউইন! উদ্বিগ্ন শিক্ষকমহল

Date:

Share post:

ইতিহাস বই থেকে মুঘল যুগ মুছে দেওয়ার পর এবার বিজ্ঞান বই থেকে ছাঁটাই হলেন ডারউইন(Darwin)। সিবিএসই(CBSE) বোর্ডের দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে মুছে দেওয়া হল চার্লস ডারউইনের(Charles Darwin) বিবর্তনবাদ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মোদি সরকারের(Modi government) এহেন শিক্ষা নীতির প্রতিবাদে সরব হল শিক্ষা মহল। ইতিমধ্যেই দেশের বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞেরা খোলা চিঠি দিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এনসিইআরটি-এর(NCERT) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির বই থেকে বিবর্তনবাদের অধ্যায় সরিয়ে ফেলার। এর প্রতিবাদে দেশের নানা প্রান্ত থেকে একজোট হয়েছে বিজ্ঞান মহল। তাদের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বোধ গড়ে তোলার জন্য বিবর্তন বিষয়ক জ্ঞান জরুরি। তা না থাকলে তাদের বিজ্ঞান শিক্ষায় খামতি থেকে যাবে। এ ভাবে শিক্ষায় বঞ্চনা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণার সামিল বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা।

এর পাশাপাশি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’ নামে দেশের একটি স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংগঠনের তরফে এনসিইআরটি-র উদ্দেশে খোলা চিঠি পাঠানো হয়েছে ডারউইনবাদ ফেরানোর দাবিতে। যেখানে স্বাক্ষর করেছেন ১৮০০ বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞরা। ওই চিঠিতে বলা হয়েছে, ‘‘বিবর্তনের জ্ঞান শুধু বিজ্ঞান নয়, আমাদের চারপাশের পৃথিবীটাকে বোঝার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকগুলি বুঝতে, সিদ্ধান্ত নিতে ডারউইনের তত্ত্ব কার্যকরী।’’

অন্যদিকে এই ঘটনায় বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বিরোধীদের দাবি, বিজেপি গোমূত্র, গোবরে আস্থা রাখা বিজেপি চিরকাল ডারউইন, নিউটনের মতো বিজ্ঞানীদের আবিষ্কারকে ভুল দাবি করে চিরকাল অপবিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে এসেছে। তাদের এহেন কর্মকাণ্ডে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।

আরও পড়ুন- লাল-হলুদে লোবেরার আসা নিয়ে চলছে জল্পনা, বিকল্প কোচের সন্ধান শুরু ইস্টবেঙ্গলের

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...