Wednesday, December 3, 2025

সরকারি বাংলো ছাড়লেন রাহুল, নয়া ঠিকানা মায়ের ১০ জনপথ রোড

Date:

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বৃহস্পতিবার সুরাটের দায়রা আদালত সাজা বহাল রাখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর(Rahul Gandhi)। এরপর লোকসভার হাউজিং কমিটির নির্দেশ মতো শনিবার সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী। লুটিয়েন্স দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের এই সরকারি বাংলোই ছিল রাহুল গান্ধীর ঠিকানা। জানা যাচ্ছে, আপাতত মা সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) জন্য বরাদ্দ ১০ জনপথের সরকারি বাংলোই হতে চলেছে রাহুলের ঠিকানা।

শনিবার সকালে রাহুলের বাংলোয় গিয়েছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা। দুপুরে তিনি আবার যান ১২ তুঘলক রোডে। গত কয়েকদিন ধরেই এই বাংলো থেকে রাহুলের আসবাবপত্র সরানোর কাজ চলছিল। শনিবার সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হয় ১০ জনপথের সরকারি বাংলোয়। উত্তরপ্রদেশের রায়বরেলীর সাংসদ হিসাবে ওই বাংলোটি বরাদ্দ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়ার জন্য। প্রসঙ্গত, ২০০৪ সালে অমেঠী লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে প্রথম সাংসদ হয়েছিলেন রাহুল। সে সময় ১২ তুঘলক রোডের এই বাংলো রাহুলের জন্য বরাদ্দ করেছিল লোকসভার হাউজিং কমিটি। শনিবার তা ছেড়ে দিলেন ওয়েনাড়ের সদ্য প্রাক্তন সাংসদ। তবে রাহুল বাংলো ছাড়লেও রাজ্যসভার মেয়াদ দুবছর আগে ফুরিয়ে যাওয়া মোদি ঘনিষ্ঠ গুলাম নবি আজাদ আজও রয়ে গিয়েছেন হাউজিং কমিটির বরাদ্দ করা সরকারি বাংলোতেই।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে মোদি পদবি নিয়ে মন্তব্য করার জেরে রাহুলকে ২ বছরের সাজা শোনায় সুরাট আদালত। তার জেরে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন। এরপর রাহুলকে বাংলো ছাড়ার নোটিশ দেয় লোকসভার হাউজিং কমিটি সেইমতো এদিন বাংলো ছাড়লেন রাহুল।

Related articles

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...
Exit mobile version