Tuesday, November 11, 2025

ফের র.ক্তাক্ত দান্তেওয়াড়া, পুলিশের উপর মা.ওবাদী হা.মলায় মৃত ১১

Date:

Share post:

ফের একবার মাওবাদী হামলার(Naxal Attack) শিকার ছত্তিশগড়ের(Chattishgar) দান্তেওয়াড়া। বুধবার মাওবাদী হামলায় এই এলাকায় মৃত্যু হল ১১ জনের মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন জওয়ান ও ১ জন সাধারণ নাগরিক। সবাই ডিআরজি(DRG) কর্মী বলে সূত্রের খবর। এই জওয়ানরা তাদের কমরেডদের নিতে একটি ব্যক্তিগত গাড়িতে অরণপুর যাচ্ছিল। পথেই আইইডি বিস্ফোরণ(IED Blust) ঘটায় মাওবাদীরা। পাল্টা হামলায় কয়েকজন নকশালও আহত হয়েছে বলে জানা গেছে।

জানা গিয়েছে, আরানপুর থানা এলাকায় মাওবাদী ক্যাডারের উপস্থিতির খবরে, নকশাল বিরোধী অভিযানে দান্তেওয়াড়া থেকে ডিআরজি বাহিনী পাঠানো হয়েছিল। অপারেশন শেষে ফিরে আসার সময় মাওবাদীরা আরানপুর রোডে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায়। যার জেরে মৃত্যু হয় ১০ জওয়ান ও ১ক সাধারন নাগরিকের। ঘটনার পর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। টুইটারে তিনি লেখেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে অরণপুর থানা এলাকায়। আমি শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই লড়াই শেষ পর্যায়ে চলছে এবং নকশালদের কোনো মূল্যে ছাড় দেওয়া হবে না। আমরা পরিকল্পিতভাবে নকশালবাদের অবসান ঘটাব। এই মাও হামলার পর দুর্ঘটনাগ্রস্থ এলাকায় পাঠানো হয়েছে বিশাল ফোর্স।

পাশাপাশি সম্প্রতি শহিদ জওয়ানদের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, শহিদ হয়েছে হেড কনস্টেবল জোগা সোধি, মুন্না রাম কাদতি, সন্তোষ তমো, দুলগো মান্দাভি, লখমু মারকাম, জোগা কাওয়াসি, হরিরাম মান্দাভি, রাজু রাম করতাম, জয়রাম পোডিয়াম এবং জগদীশ কাওয়াসি শহিদ হয়েছেন। তাদের সঙ্গে প্রাইভেট গাড়ির চালক ধনিরাম যাদবও মারা গেছেন। গাড়িতে ২৫ থেকে ৩০ জন জওয়ান ছিল বলে জানা গিয়েছে। আহত জওয়ানদের জেলা হাসপাতালে আনতে ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘটনার পর আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন এসপিও।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...