Thursday, January 1, 2026

তৃণমূল কর্মী নন, দোমহনিতে স্থানীয় গৃহশিক্ষকের বাড়ি পাত পেড়ে মাছ-ভাত খেলেন অভিষেক

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, ময়নাগুড়ি

বিজেপি (BJP) নেতৃত্বের মতো বাইরে থেকে আনা খাবার দলীয় সদস্যদের সঙ্গে বসে খাওয়া নয়। একেবারে বাড়ির তৈরি রান্না পাত পেড়ে বাড়ির সদস্যদের সঙ্গে বসে খাওয়া। তাও আবার কোনও তৃণমূল নেতা-কর্মীর বাড়ি নয়, দোমহনির একজন সাধারণ গৃহশিক্ষকের বাড়িতে। মাটিতে আসন পেতে বসে মাছ-ভাত খেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় অভিষেক। দুমাস ধরে ঘুরবেন বাংলার বিভিন্ন প্রান্তে। সফর শুরু হয়েছে উত্তর দিয়ে। শনিবার, ময়নাগুড়ির দোমহনিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক বছর আগে এখানেই ১২ জুলাই সাংগঠনিক সভা করতে গিয়ে ওই বাজার এলাকার মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। স্থানীয়রা বাজার সংস্কারের আবেদন জানান। অভিষেকের উদ্যোগে জেলা পরিষদ এই বাজার সংস্কার করে দেয়। তখনই স্থানীয় বাসিন্দা জীবন রাউত (Jiban Raouth) তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিষেককে। শনিবার, সেই এলাকা ঘুরে দেখতে গিয়ে কথা রাখলেন অভিষেক।

জীবন রাউতের কোনও দলীয় পরিচয় নেই। তিনি গৃহশিক্ষকতা করেন। দোমহনির পুরাতন বাজারে রাজবংশী প্রধান এলাকায় তাঁর বাড়ি। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। জীবনের পুত্র সৌরদীপ, নাতি ও ভাই সঞ্জীবকে পাশে নিয়ে খেতে বসে তৃণমূল সাংসদ। মেনুতে ছিল- ভাত, ডাল, পোস্ত, বোরলি মাছের ঝোল, আড় মাছ, টক দই, মিষ্টি। ছিল রাজবংশীদের বিশেষ পদ সজনে পাতা বাটা। বাড়িতে রান্না সেই সব খাবার খান অভিষেক। শুধু তাই নয়, তাঁর পাশে বসা কিশোর যে নিজে হাতে খেতে পারছে না, তার দিকেও নজর দেন তিনি। বলেন, “ডাল দিয়ে মেখে খাও।“ তাঁকে একে বারে বাড়ির সদস্যের মতোই আপন করে নেন মহিলারা। জোর করে পাতে ভাত দিয়ে বলেন, “এটুকু খেতেই হবে।“ যৌথ পরিবারে পাতে পেড়ে খেয়ে তৃপ্ত অভিষেক। পরিবারের লোকও আপ্লুত তিনি আতিথেয়তা গ্রহণ করায়।

আর এখানেই বিজেপি নেতাদের সঙ্গে পার্থক্য গড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বিজেপি নেতা নাড্ডা-শাহরা কারও বাড়ির দাওয়ায় বসে বাইরের হোটেল থেকে আনা দাবি খাবার বাহারি প্লেটে খান। ঘিরে থাকেন দলের নেতানেত্রীরা। সেই পরিবারের লোকেদের সঙ্গে বিন্দু মাত্র সৌজন্য বিনিময়ও করেন না। আর অভিষেক ঘরের ভিতরে বসে বাড়ির লোকেদের সঙ্গে একেবারে আত্মীয়ের মতো খেলেন। এমনকী, জোর করে তাঁর পাতে ভাত বেড়ে দিতেও দ্বিধা করলেন না বাড়ির মহিলারা। আর এখানেই নীবিড় জনসংযোগে কয়েক কদম এগিয়ে গেলেন অভিষেক।

 

 

 

spot_img

Related articles

পাটশিল্পের সমস্যা মেটানোর দাবি জানিয়ে গিরিরাজকে কড়া চিঠি ঋতব্রতর

পাটশিল্পের দায়িত্ব আংশিকভাবে কেন্দ্রের। তারপরেও বঙ্গ সফরে এসে পাটশিল্পের খারাপ অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার...

নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

একুশে ফেব্রুয়ারি—ভাষা শহিদদের স্মরণে এই দিনটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। সেই ভাষা দিবসের ছুটিই এবার বাতিল করল...

নতুন বছরেও আইএসএল জট অব্যাহত, বড় সিদ্ধান্ত নিল কেরল ব্লাস্টার্স

নতুন বছরের শুরুতেও আইএসএল (ISL) নিয়ে জট কাটল না। ৩১ শে ডিসেম্বর আইএসএল (ISL) ক্লাবগুলোর কাছে লিগে অংশগ্রহণের...

ক্যানিংয়ে হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার অভিযুক্ত SI

ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যুর (Mysterious death) ঘটনায় গ্রেফতার করা ক্যানিং থানার সাব-ইনস্পেকটর সায়ন ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই অধরা...