Friday, November 14, 2025

তৃণমূল কর্মী নন, দোমহনিতে স্থানীয় গৃহশিক্ষকের বাড়ি পাত পেড়ে মাছ-ভাত খেলেন অভিষেক

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, ময়নাগুড়ি

বিজেপি (BJP) নেতৃত্বের মতো বাইরে থেকে আনা খাবার দলীয় সদস্যদের সঙ্গে বসে খাওয়া নয়। একেবারে বাড়ির তৈরি রান্না পাত পেড়ে বাড়ির সদস্যদের সঙ্গে বসে খাওয়া। তাও আবার কোনও তৃণমূল নেতা-কর্মীর বাড়ি নয়, দোমহনির একজন সাধারণ গৃহশিক্ষকের বাড়িতে। মাটিতে আসন পেতে বসে মাছ-ভাত খেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রায় অভিষেক। দুমাস ধরে ঘুরবেন বাংলার বিভিন্ন প্রান্তে। সফর শুরু হয়েছে উত্তর দিয়ে। শনিবার, ময়নাগুড়ির দোমহনিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক বছর আগে এখানেই ১২ জুলাই সাংগঠনিক সভা করতে গিয়ে ওই বাজার এলাকার মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। স্থানীয়রা বাজার সংস্কারের আবেদন জানান। অভিষেকের উদ্যোগে জেলা পরিষদ এই বাজার সংস্কার করে দেয়। তখনই স্থানীয় বাসিন্দা জীবন রাউত (Jiban Raouth) তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিষেককে। শনিবার, সেই এলাকা ঘুরে দেখতে গিয়ে কথা রাখলেন অভিষেক।

জীবন রাউতের কোনও দলীয় পরিচয় নেই। তিনি গৃহশিক্ষকতা করেন। দোমহনির পুরাতন বাজারে রাজবংশী প্রধান এলাকায় তাঁর বাড়ি। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। জীবনের পুত্র সৌরদীপ, নাতি ও ভাই সঞ্জীবকে পাশে নিয়ে খেতে বসে তৃণমূল সাংসদ। মেনুতে ছিল- ভাত, ডাল, পোস্ত, বোরলি মাছের ঝোল, আড় মাছ, টক দই, মিষ্টি। ছিল রাজবংশীদের বিশেষ পদ সজনে পাতা বাটা। বাড়িতে রান্না সেই সব খাবার খান অভিষেক। শুধু তাই নয়, তাঁর পাশে বসা কিশোর যে নিজে হাতে খেতে পারছে না, তার দিকেও নজর দেন তিনি। বলেন, “ডাল দিয়ে মেখে খাও।“ তাঁকে একে বারে বাড়ির সদস্যের মতোই আপন করে নেন মহিলারা। জোর করে পাতে ভাত দিয়ে বলেন, “এটুকু খেতেই হবে।“ যৌথ পরিবারে পাতে পেড়ে খেয়ে তৃপ্ত অভিষেক। পরিবারের লোকও আপ্লুত তিনি আতিথেয়তা গ্রহণ করায়।

আর এখানেই বিজেপি নেতাদের সঙ্গে পার্থক্য গড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বিজেপি নেতা নাড্ডা-শাহরা কারও বাড়ির দাওয়ায় বসে বাইরের হোটেল থেকে আনা দাবি খাবার বাহারি প্লেটে খান। ঘিরে থাকেন দলের নেতানেত্রীরা। সেই পরিবারের লোকেদের সঙ্গে বিন্দু মাত্র সৌজন্য বিনিময়ও করেন না। আর অভিষেক ঘরের ভিতরে বসে বাড়ির লোকেদের সঙ্গে একেবারে আত্মীয়ের মতো খেলেন। এমনকী, জোর করে তাঁর পাতে ভাত বেড়ে দিতেও দ্বিধা করলেন না বাড়ির মহিলারা। আর এখানেই নীবিড় জনসংযোগে কয়েক কদম এগিয়ে গেলেন অভিষেক।

 

 

 

spot_img

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...