মোবাইলে লিঙ্ক পাঠিয়ে প্র.তারণা! ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও আট লক্ষ টাকা

এবার মোবাইলে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা। ফাঁদে পা দিয়ে আট লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার পরিবহন ব্যবসায়ী। উত্তরপাড়ার এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী রঞ্জিত কর্মকার। শনিবার সকালে ব্যবসায়ীর মোবাইলে ফোন করে একটি অনলাইন সংস্থার নাম করে বলা হয় “আপনার পার্সেল ডেলিভারি দিতে গেছে বাড়ি খুঁজে পাচ্ছে না,আপনার মোবাইলে একটা ডেলিভারি কোড দিচ্ছি আর আপনার ঠিকানাটা ডেলিভারি বয়কে দিয়ে দিন”এরপর একটা লিঙ্ক পাঠিয়ে বলা হয় রেফারেন্স নম্বরটা পাঠিয়ে দিন।কিছুক্ষন পরে মোবাইলে ওটিপি আসতে থাকে।

এরপর উত্তরপাড়ার একটি বেসরকারী ব্যাঙ্কের একটি সেভিংস ও একটি কারেন্ট দুটি একাউন্ট থেকে মোট ৮ লক্ষ টাকা সরিয়ে নেয় প্রতারক। এরপরেই ব্যবসায়ীর ফোনে পর পর মেসেজ আসতে থাকে।এরপর ওই ব্যবসায়ী উত্তরপাড়ার ওই বেসরকারী ব্যাঙ্কে গিয়ে একাউন্ট দুটির লেনদেন বন্ধ করেন পরে উত্তরপাড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।

পর পর অনলাইন প্রতারণার ঘটনা ঘটায় পুলিশ প্রশাসন থেকে সচেতন করাও সত্বেও অনলাইন প্রতারণা চক্রের ফাঁদে পড়ছে সাধারণ মানুষ। গোটা ঘটনার তদন্তে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল।

আরও পড়ুন- রাজ্যে হজযাত্রা শুরু ২১ মে, যাত্রীদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে নবান্ন

Previous articleরাজ্যে হজযাত্রা শুরু ২১ মে, যাত্রীদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে নবান্ন
Next articleব‍্যর্থ মার্শের ইনিংস, দিল্লিকে ৯ রানে হারাল হায়দরাবাদ