মেগা পাওয়ার ব্লকের কারণে শনিবার থেকেই মেট্রো দুর্ভোগ শুরু!

আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে

মে মাসের শুরু থেকেই জুন মাসের মাঝামাঝি পর্যন্ত মেট্রোযাত্রীদের (Metro Passengers) দুর্ভোগের কথা আগেই আশঙ্কা করা হয়েছিল। সেই মতো শনিবার সকালে বেশ কিছুক্ষণের জন্য মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়লেন নিত্য যাত্রীরা। বেশ কয়েক দিন ধরেই মেট্রো দেরিতে চলছে বলে অভিযোগ করছিলেন যাত্রীদের একাংশ। শুধু তাই নয়, সময়ে মেট্রো না চললেও প্ল্যাটফর্মের ‘ডিসপ্লে বোর্ডে’ নিজে থেকেই পরের মেট্রোর সময় দেখানো হচ্ছে বলেও যাত্রীদের অভিযোগ। এর মধ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয় যে আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি ও রবিবার তিন ঘন্টার বেশি সময় ধরে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Metro Sevice Interrupted)। সেইমতো আজ শনিবার অর্থাৎ ৬ মে থেকে শুরু হল সমস্যা। আগামী ১১ জুন রবিবার পর্যন্ত দিনের একটা নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তম কুমার (Tollygunge) থেকে কবি সুভাষ (New Garia) পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হতে চলেছে। আজ সকালের দিকে উল্লেখিত স্টেশন রুটে মেট্রো না থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘শুধুমাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।’’

মেট্রো রেল সূত্রে খবর মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং ‘মেগা পাওয়ার ব্লক’ (Mega Power Block) চলবে। আজকের পর ফের ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫টি শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ন রুটে মেট্রো পরিষেবা মিলবে। রবিবার গুলোর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। আগামী ৭ , ১৪ , ২১ মে এবং ৪ জুন— এই ৪টি রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে।


 

Previous article২ মাসে ৩ দুর্ঘটনা, হেলিকপ্টার ধ্রুবকে আপাতত অবসরে পাঠালো সেনা
Next articleঅ.গ্নিগর্ভ মণিপুর! ম.র্মান্তিক পরিণতি আয়কর কর্মীর, গু.লিবিদ্ধ হয়ে মৃ.ত CRPF জওয়ান