উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির, লোকসভায় প্রথম আসন পেল আপ

কর্নাটকের(Karnataka) পাশাপাশি দেশের বাকি রাজ্যের উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির। জলন্ধর লোকসভা আসনে উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল আম আদমি পার্টি (AAP)। অন্যদিকে উত্তর প্রদেশে ২ আসনে জয় পেল আপনাদল। ওড়িশা(Odisha) ও মেঘালয়ে উপনির্বাচনে জয় পেল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি।

কর্নাটক বিধানসভা নির্বাচনের মতো গত ১০ মে ভোটগ্রহণ করা হয় পাঞ্জাবের জলন্ধর লোকসভা সহ বাকি রাজ্যে উপনির্বাচনেও। এদিন ফল প্রকাশের পর দেখা যায় আম আদমি পার্টি (AAP) ৫৮ হাজারের বেশি ভোটে হারিয়েছে কংগ্রেসকে। উত্তপ্রদেশের ২টি বিধানসভা উপনির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে সমাজবাদী পার্টিকে। এই দুই আসনেই জয় পেয়েছে আপনা দল। ওড়িশায় যথারিথি জয়ের ধারা অব্যাহত রেখেছে বিজু জনতা দল (BJD)। জলন্ধর লোকসভা আসনটি কংগ্রেস থেকে ছিনিয়ে নেওয়ার পর উৎসবে মাতেন আম আদমি পার্টির সমর্থকরা। দলীয় প্রার্থীর জয়ের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে শুভেচ্ছা জানান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে প্রথমবার লোকসভায় কোনও সাংসদ পেতে চলেছে আপ। অন্যদিকে মেঘালয়ে শক্তি বৃদ্ধি হল শাসক দল এমডিএ-র। উপনির্বাচনে সোহিয়ং আসনে জয়ী হয়েছে সরকারের জোট শরিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (UDP)। নির্বাচনে দ্বিতীয় স্থানে আছে NPP।

আরও পড়ুন- গ্রামোন্নয়ন খাতে চার হাজার কোটি টাকা যুদ্ধকালীন তৎপরতায় কাজে লাগাতে নির্দেশ রাজ্যের

 

Previous articleআরও দেড় লক্ষ কৃষকের নাম অন্তর্ভুক্ত হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে
Next articleছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে উদ্যোগী চন্দননগর পুলিশ, শুরু হল ‘বাঘিনী’