২৬ বার এভারেস্ট জয় করে নজির গড়লেন পর্বতারোহী পাসাং দাওয়া শেরপা

একবার মাউন্ট এভারেস্টে শৃঙ্গে পা রাখার কৃতিত্ব আগেই ছিল। সেখানে এক-দুবার নয়, ২৬ বার এভারেস্ট জয় করে নজির গড়লেন ৪৬ বছরের এক নেপালী পর্বতারোহী। এর আগে ২৫ বার এভারেস্ট জয় করে এসেও মন ভরেনি তাঁর। তাই ২৬ বার সেই একই শৃঙ্গে পা রেখে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নজির গড়লেন নেপালী পর্বাতারোহী পাসাং দাওয়া শেরপা।

আরও পড়ুন:উত্তরাখণ্ডে এবার বুলডোজার নীতি, ৩০০ বেআইনি মাজার ভাঙল প্রশাসন

গত রবিবার ২৬ বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করে বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।এর আগে নেপালী পর্বতারোহী কামি রিতা শেরপা বিশ্বের প্রথম হিসেবে ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েন।
প্রসঙ্গত, পাসাং এবার একজন হাঙ্গেরিয়ান পর্বতারোহীর সঙ্গে এভারেস্টের শীর্ষে পৌঁছন।আপাতত সমতলে নেমে আসছেন তাঁরা। শারীরিকভাবে এভারেস্টজয়ীরা সুস্থ আছেন বলে জানা গেছে।

 

Previous articleউত্তরাখণ্ডে এবার বুলডোজার নীতি, ৩০০ বেআইনি মাজার ভাঙল প্রশাসন
Next articleচ.ক্রান্তের শি.কার সমীর? নাকি চ.ক্রান্তকারী!