তমলুকে মেরামতির সময় আচমকা ভেঙে পড়ল সেতু, মৃ.ত ১

কাজ চলার সময় আচমকাই সেতু (Bridge) ভেঙে পড়ল পূর্ব মেদিনীপুরের (East Medinipur) তমলুকে। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান ২জন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরও একজন গুরুতর জখম হয়েছেন। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই জীর্ণ অবস্থায় পড়েছিল সেতুটি। অভিযোগ পেয়ে সেতু সংস্কারের কাজ শুরু করে প্রশাসন। বুধবার, বেলা ১২টার নাগাদ সংস্কারের কাজ চলার সময় সেতুটি ভেঙে পড়ে। সেতু মেরামতির সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ ও দমকল। দীর্ঘক্ষণ চেষ্টার পর দুজনকে উদ্ধার করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। অপরজন গুরুতর আহত।

 

 

 

Previous articleপ্রেমের সম্পর্ক থেকে বিয়েতেই বেশি বিচ্ছেদ: পর্যবেক্ষণ শীর্ষ আদালতের
Next articleপ্রয়াত বিশিষ্ট আইনজীবী অরুণকুমার মণ্ডল, শো*কপ্রকাশ মুখ্যমন্ত্রীর