Saturday, May 3, 2025

কনভয়ের ধাক্কায় মৃ.ত্যু মামলার তদন্ত করবে রাজ্যই! হাই কোর্টের নির্দেশে মুখ পু.ড়ল শুভেন্দুর

Date:

Share post:

বিরোধী দলনেতা (Opposition Leader) তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় ধাক্কা (Convoy Accident) মামলায় তদন্ত চালাতে পারবে রাজ্য। বুধবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। পাশাপাশি এদিন হাই কোর্ট সাফ জানিয়েছে, এখনই শুভেন্দুর দায়িত্বে থাকা সিআরপিএফ (CRPF) আধিকারিকদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়াও আদালত সাফ জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এখনই কোনও চূড়ান্ত রিপোর্ট (Final Report) জমা দিতে পারবে না সিআইডি। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ জুন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয় শেখ ইসরাফিল (৩৩) নামক এক ব্যক্তির। ঘটনায় সিআইডি তদন্তের (CID Invesyigation) নির্দেশ দেওয়া হয়। এরপরই কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন হাই কোর্টে সওয়াল জবাব চলাকালীন বিচারপতি মান্থা সাফ জানান, যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই সেক্ষেত্রে যদি রাজ্য পুলিশ কোনও নোটিশ পাঠায় সেক্ষেত্রে সাড়া দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে শুভেন্দুর অভিযোগ ছিল, কনভয় যে রুট দিয়ে যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাজ্যের তরফে করা হচ্ছে না। আর এরপরই রাজ্যে ভিআইপিদের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থার আয়োজন করা হয় তা বিস্তারিতভাবে রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি মান্থা।

আর সেই মামলায় বুধবার অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাই কোর্টের। উল্লেখ্য, গত ৪ মে নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন শেখ ইসরাফিল। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয় বলে খবর। তবে এদিনের নির্দেশে বেশ বেকায়দায় পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। কারণ এদিন তাঁর দাবি না মেনে মেনে রাজ্য পুলিশের উপরই আস্থা রেখেছে কলকাতা হাই কোর্ট।

 

 

 

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...