Friday, August 22, 2025

এগরাকাণ্ডের জের, রাজ্যে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নির্দেশ নবান্নের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের এগরায়(Egra) বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। রাজ্যের সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নবান্নের(Nabanna) তরফে নির্দেশিকা জারি করা হল পুলিশ সুপার এবং কমিশনারদের। যেখানে বেআইনি বাজি কারখানার(Cracker Factory) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই কর্মীদের বিকল্প কর্মসংস্থানের কথা বলে হয়েছে।

বৃহস্পতিবার নবান্নের তরফে যে ৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে,
*বেআইনি বাজি কারখানার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে পুলিশকে।
*বেআইনিভাবে চলা বাজি কারখানাগুলিতে তল্লাশি চালিয়ে তা বন্ধ করতে হবে। এবং নিয়ম মেনে এইসব বাজি বাজেয়াপ্ত করতে হবে।
*কীভাবে এই বাজি নষ্ট করতে হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। বলা হয়েছে আদালতের নির্দেশ মেনে এই বাজি নষ্ট করতে হবে। পরিমাণ বেশি থাকলে অল্প অল্প করে তা করতে হবে।
*এই ধরনের বাজি কারখানা একবার বন্ধ করা হলে দ্বিতীয়বারে যাতে বাজি প্রস্তুতকারকেরা একই কাজ না করে সেটা স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে।
*এই ধরনের বাজি কারখানায় শ্রমিকের কাজ করেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। রাতারাতি কারখানা বন্ধ হলে তাঁদের রুজিরোজগারের যাতে সমস্যা না হয় তার জন্য অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে স্থানীয় প্রশাসনকে।
*এবং সর্বোপরি মানুষকে সচেতন করতে হবে প্রশাসনকে, এই ধরনের কারখানার ক্ষতির দিকটি তুলে ধরতে হবে সাধারণ মানুষের কাছে।

উল্লেখ্য, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ৯ জনের। গোটা ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ওড়িশা থেকে গ্রেফতার করা হয় এই কারখানার মালিক ভানু বাগকে। বিস্ফোরণে আহত অবস্থায় কটকের এক হাসপাতালে ভর্তি ছিলেন ভানু। এগরাকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য একগুচ্ছ নির্দেশ দিল নবান্ন।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...