Sunday, November 9, 2025

জনপ্রিয়তায় রোনাল্ডোকে টপকে গেলেন ধোনি-বিরাট-সঞ্জু, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ‍্য

Date:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরকে পিছনে ফেলল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। জনপ্রিয়তায় নিরিখে রোনাল্ডোর দলকে টপকে গেল ধোনির সিএসকে। শুনে অবাক লাগছে? হ‍্যাঁ এটাই সত‍্যি। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁদের প্রিয় দলের সঙ্গে কতখানি যোগাযোগ রাখেন, সম্প্রতি সেই নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। আর সেখানেই সমস্ত দলকে হারিয়ে সবার প্রথমে উঠে এসেছে ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম তিনেই নেই রোনাল্ডোর আল নাসের। এই সমীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর আর তৃতীয় স্থানে সঞ্জু স‍্যামসনের রাজস্থান রয়‍্যালস।

আইপিএল-এর জনপ্রিয়তা তুঙ্গে। দেশের এক নম্বর টি-২০ লিগ শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও বেশ জনপ্রিয়। ভক্তরা খোঁজ খবর রাখে এই টি-২০ লিগ নিয়ে। ধোনির শেষ আইপিএল-এর খবর হোক, কিংবা যশস্বী জসওয়ালের দুরন্ত ইনিংস, এই নিয়ে বিশ্ব ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আর ওপর দিকে আল নাসেরের রোনাল্ডো যোগ দেওয়ার পরই, আলাদা পরিচিত লাভ করেছে স‍ৌদির এই ক্লাব। এক লাফে টুইটার, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়েছে কয়েকগুন। আর এই পরিস্থিতিতে গোটা এশিয়া জুড়ে জনপ্রিয়তার একটি সমীক্ষা চালায় ডিপোর্টেজ অ্যান্ড ফিনানজাস নামে একটি সংগঠন। আর সেখানেই রোনাল্ডোকে টপকে যান ধোনি-বিরাট-সঞ্জুরা।

সমীক্ষায় দেখা গিয়েছে, এপ্রিল মাসে ধোনির সিএসকের টুইটারে মোট ৯০ লক্ষ ৯৭ হাজার মানুষ লাইক ও কমেন্ট করেছেন। সমীক্ষায় দ্বিতীয় স্থানে বিরাটের আরসিবি। ব‍্যাঙ্গালোরের টুইটারে ৪০ লক্ষ ৮৫ হাজার মানুষ লাইক এবং কমেন্ট করেছেন। সবাইকে চমকে দিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালস। ৩০ লক্ষ ৫৫ হাজার মানুষ সঞ্জুদের দলের টুইটার পোস্টে লাইক ও কমেন্ট করেছেন।এক্ষেত্রে একমাত্র ফুটবল দল হিসাবে এই তালিকায় জায়গা করে নিয়েছে আল নাসের। সমীক্ষায় দেখা যাচ্ছে, ৩০ লক্ষ ৫০ হাজার মানুষ এই ক্লাবের টুইটারের পোস্টে লাইক করেছেন। তালিকার পঞ্চম দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন:শতরান কোহলির, হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল আরসিবি


 

 

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version