Saturday, January 10, 2026

মুশকিল আসান: অভিষেককে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর হাতে স্বাস্থ্যসাথী কার্ড

Date:

Share post:

মুশকিল আসান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে তাঁর কাছে অভিযোগ পৌঁছনো মাত্রা সাধ্য মতো কাজ শুরুর ব্যবস্থা করছেন তিনি। বাঁকুড়া যাওয়া পথে অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড (Sathya Sathi Card) পৌঁছে দিলেন তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। এত দ্রুত কাজ পেয়ে আপ্লুত দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরের কর্মসূচি সেরে বৃহস্পতিবার বাঁকুড়া যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় তাঁর কাছে সাহায্য চান দুর্গাপুরের এক বাসিন্দা। জানান, তাঁর পরিবারের এক সদস্য দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় চিকিৎসা বাধা প্রাপ্ত হচ্ছে। শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক।

মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালে রোগীর কাছে পৌঁছে যায়। সুস্থতা কামনায় পৌঁছে দেওয়া হয় ফলও। শুধু স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছনোর ব্যবস্থা করার পাশাপাশি, দুর্গাপুরের দলীয় নেতৃত্বকেও আর্থিক সহায়তার নির্দেশও দিয়েছেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ভূমিকায় আপ্লুত দুর্গাপুরের পরিবার অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।

জনসংযোগ যাত্রায় প্রতিদিন বিভিন্ন লোক তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ শোনার ২৪ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধানের প্রক্রিয়া শুরু করছেন তৃণমূল সাংসদ। উত্তর থেকে দক্ষিণ- বিভিন্ন জেলার মানুষ সেই উপকার পাচ্ছেন। এক্ষেত্রে দল দেখে নয়, বাংলার মানুষের সমস্যার সমাধানে মুশকিল আসান হয়ে উঠছেন অভিষেক।

 

 

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...