Sunday, August 24, 2025

মুশকিল আসান: অভিষেককে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর হাতে স্বাস্থ্যসাথী কার্ড

Date:

Share post:

মুশকিল আসান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে তাঁর কাছে অভিযোগ পৌঁছনো মাত্রা সাধ্য মতো কাজ শুরুর ব্যবস্থা করছেন তিনি। বাঁকুড়া যাওয়া পথে অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড (Sathya Sathi Card) পৌঁছে দিলেন তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। এত দ্রুত কাজ পেয়ে আপ্লুত দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরের কর্মসূচি সেরে বৃহস্পতিবার বাঁকুড়া যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় তাঁর কাছে সাহায্য চান দুর্গাপুরের এক বাসিন্দা। জানান, তাঁর পরিবারের এক সদস্য দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় চিকিৎসা বাধা প্রাপ্ত হচ্ছে। শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক।

মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালে রোগীর কাছে পৌঁছে যায়। সুস্থতা কামনায় পৌঁছে দেওয়া হয় ফলও। শুধু স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছনোর ব্যবস্থা করার পাশাপাশি, দুর্গাপুরের দলীয় নেতৃত্বকেও আর্থিক সহায়তার নির্দেশও দিয়েছেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ভূমিকায় আপ্লুত দুর্গাপুরের পরিবার অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।

জনসংযোগ যাত্রায় প্রতিদিন বিভিন্ন লোক তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ শোনার ২৪ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধানের প্রক্রিয়া শুরু করছেন তৃণমূল সাংসদ। উত্তর থেকে দক্ষিণ- বিভিন্ন জেলার মানুষ সেই উপকার পাচ্ছেন। এক্ষেত্রে দল দেখে নয়, বাংলার মানুষের সমস্যার সমাধানে মুশকিল আসান হয়ে উঠছেন অভিষেক।

 

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...