অপেক্ষার অবসান! আর কিছুক্ষণের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের অপেক্ষা। আজ, শুক্রবার আর কিছুক্ষণ পরই সেই অপেক্ষারও অবসান ঘটবে। এই পরীক্ষার ওপর নির্ভর করছে কয়েক হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। কোন পথে এগোবে তাদের উচ্চশিক্ষা, সেটাই ঠিক হবে এই ফলাফলে।

আরও পড়ুন:শুক্রবার প্রকাশিত হবে জয়েন্টের ফল, কীভাবে দেখবেন?
দুপুর ২ টো ৩০ মিনিটে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ড আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে । তার দেড় ঘণ্টা পর থেকেই অনলাইনে দেখা যাবে রেজাল্ট।এবার জেনে নিন ঘরে বসে কীভাবে দেখবেন রেজাল্ট?
জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in সাইটে ক্লিক করলেই খুলবে ‘হোমপেজ’ সেখানে ‘ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।এর পরই ফলাফল দেখতে পাবেন পড়ুয়ারা।
পরবর্তী প্রয়োজনের জন্য রেজাল্ট ডাউনলোড করে রাখতে পারেন।
চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন।

 

Previous articleব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের বাড়ির গেটে ধাক্কা বেপরোয়া গাড়ির! গ্রে*ফতার চালক
Next articleকুনোয় চিতার মৃ*ত্যুমিছিল! আরও মৃ*ত্যু দেখতে হবে, সতর্কবার্তা দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞের