ভূমি*কম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, কম্পন মাত্রা ৬.২

ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। আজ বুধবার, নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূল এলাকায় অকল্যান্ড দ্বীপের খুব কাছেই তীব্র কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুন:তুরস্কের প্রেসিডেন্টকে কলকাতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি সিদ্দিকুল্লা চৌধুরীর

প্রসঙ্গত,বিশ্বের দুটি প্রধান টেকটোনিক প্লেটের সীমানাবর্তী এলাকায় অবস্থিত নিউজিল্যান্ড। সেই প্লেট দুটি হল প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট। এছাড়াও নিউজিল্যান্ড রিং অফ ফায়ার নামে পরিচিত তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকার সংলগ্ন। তাই প্রতি বছরই হাজার হাজার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড।
এর আগে গত ১৬ মার্চ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড।রিখটার সিকেলে কম্পনের মাত্রা ছিল ৭.০।

 

Previous articleজ্যেষ্ঠের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী! জারি তাপপ্রবাহের সতর্কতাও
Next articleঅ.শান্ত মণিপুর শান্ত না হলে এবার পদক ফেরানোর হুমকি ক্রীড়াবিদদের