তুরস্কের প্রেসিডেন্টকে কলকাতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি সিদ্দিকুল্লা চৌধুরীর

ফের তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা এরদোয়ানই তুরস্কের ক্ষমতা আবারও নিজের হাতে রাখতে সক্ষম হয়েছেন। তিনিই হতে চলেছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

সোমবার রাজ্য মন্ত্রীসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী একটি সাংবাদিক সম্মেলনে জানান, তিনি তুর্কির প্রেসিডেন্টকে কলকাতায় আমন্ত্রণের কথা লিখে একটি চিঠি দিয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে দাবি করেন।
তিনি বলেন,দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলেন। রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী জানান,‘প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দিতে তুরস্কে আসার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে নিয়ম অনুযায়ী আমরা কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়েছি। সেখানে গিয়ে অন্যান্য জায়গার পাশাপাশি ওবাকানে একটি শিবিরে গিয়েছিলাম। যেখানে মূলত আফগানদের বাস। সেখানে গিয়ে দেখলাম, তাঁদের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম খুবই পরিচিত।’

Previous articleবুধে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Next articleকুনোর জঙ্গলে চিতার মৃ*ত্যু মি*ছিল, কারণ জানতে আফ্রিকায় দল পাঠাবে কেন্দ্র