হুগলিতে পুলিশের জালে উচ্চশিক্ষিত চোর

শিক্ষার হিসেবে তিনি স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত। কিন্তু আপাতত শ্রীঘরে সৌমাল্য চৌধুরী। চুরি করে জেলে রয়েছেন তিনি। পুলিশ হেপাজতে চুরির ঘটনায় অভিযুক্ত সৌমাল্যকে বৃহস্পতিবার আদালতের নির্দেশে হেপাজতে নেয় শ্রীরামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শেওড়াফুলি বৌবাজারে একটি চুরির ঘটনায় চন্দননগর জেলে গিয়ে সৌমাল্যকে জিঞ্জাসাবাদ করা হয়। তখনই তিনি চুরির কথা স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, সিঙ্গুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন সৌমাল্য। এরপর সিঙ্গুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে চন্দননগর আদালতে পাঠায়।তারপর থেকে শ্রীঘরেই ছিল সৌমাল্য।

এ দিন পুলিশি জেরায় তিনি জানিয়েছে, চুরি করে এক ঝটকায় অনেক টাকা রোজগারের আশায় চুরি। রাজ্যের বিভিন্ন থানায় দেড় শতাধিক চুরির ঘটনায় অভিযুক্ত সৌমাল্য। শিক্ষিত চোরের এহেন কাজে তাজ্জব পুলিশ।

আরও পড়ুন- ২৪-এ বিজেপি থাকবে না, এই ED-CBI ওকে জেলে ঢোকাবে: শুভেন্দুকে তোপ অভিষেকের

Previous article২৪-এ বিজেপি থাকবে না, এই ED-CBI ওকে জেলে ঢোকাবে: শুভেন্দুকে তোপ অভিষেকের
Next articleবন্ধের মুখে হিন্দমোটর হাই স্কুল, ‘নেপথ্য সিপিএম’, দাবি তৃণমূল-বিজেপির