শয়ে শয়ে বেও.য়ারিশ লা.শ, দুর্গন্ধ ছড়াচ্ছে ভুবনেশ্বরে

শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন (Train) দুর্ঘটনা। বেসরকারি সূত্রে, এখনও পর্যন্ত ৩০০ ছাড়িয়েছে। তার মধ্যে ১০১টি মৃতদেহের এখনও চিহ্নিতকরণ হয়নি। ফলে শয়ে শয়ে বেওয়ারিশ লাশ। কিন্তু সেগুলি রাখার মতো জায়গা ব্যবস্থাও নেই। ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাধারণভাবে -১৫ ডিগ্রি নীচের তাপমাত্রায় মর্গে সংরক্ষণ থাকে দেহ। এইরকম কোনও ব্যবস্থাও নেই।

আরও এক সমস্যা। একটি দেহের দাবিদার একাধিক পরিবার। দেহের অবস্থা এতটাই খারাপ কোনওভাবেই তাঁদের পরিচয় পাওয়া সম্ভব হচ্ছে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫৫টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এখনও ১০১টি দেহ এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। মঙ্গলবার থেকে এইমস ভুবনেশ্বর হাসপাতালের সামনে ওড়িশা (Orissa) পুরসভা এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে হেল্প ডেস্ক বসিয়েছে। বালেশ্বর বিপর্যয়ে আহত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি অথবা যাঁদের পরিজনদের কোনও খোঁজ নেই, তাঁরা যে কোনও রকমের সাহায্য পাবেন এই ডেস্ক থেকে। তবে, এখন এই বেওয়ারিশ দেহ আর দুর্গন্ধই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওড়িশার প্রশাসনের কাছে।

আরও পড়ুন- মেদিনীপুর হাসপাতালে আহতদের দেখা, মেডিক্যাল টিমকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর: আধুনিকীকরণের নয়া ঘোষণা

Previous articleমেদিনীপুর হাসপাতালে আহতদের দেখা, মেডিক্যাল টিমকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর: আধুনিকীকরণের নয়া ঘোষণা
Next article‘আদিপুরুষ’-এর স্ক্রিনিংয়ে হনুমানের জন্য বরাদ্দ আসন!