Tuesday, December 16, 2025

পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রামে পদ্মশিবিরে ভাঙন, তৃণমূলে যোগ ৩বারের বিজেপি প্রার্থীর

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রায় মানুষের ঢলই বুঝিয়ে দিয়েছিল নন্দ্রীগ্রামে (Nandigram) মানুষের আস্থা কোন দিকে। আর পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই নন্দীগ্রামে বড়সড়ো চমক দিল তৃণমূল। বিধানসভায় পরপর তিনবার BJP প্রার্থী বিজনকুমার দাস যোগ দিলেন শাসকদলে। নির্বাচনের ঠিক আগে, রাজ্যের বিরোধী দলনেতার কেন্দ্রে এটা বড়সড় ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলে।

নন্দীগ্রামে বহুদিনের বিজেপি নেতা বিজন। নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় সিপিআই বিধায়ক ইলিয়াস মহম্মদ সরে যাওয়ার পর, উপনির্বাচন হয়। ২০০৯ সালের সেই উপনির্বাচনে তৃণমূলের শহিদ মাতা ফিরোজা বিবির বিরুদ্ধে, বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন এই বিজনকুমার দাস। ২০১১ ও ২০১৬ সালে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী ছিলেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে বিজেপির নন্দীগ্রাম বিধানসভা কমিটির সদস্য এবং সোনাচূড়া অঞ্চল নির্বাচনী কমিটির অবজারভার ছিলেন তিনি। এমন গুরুত্বপূর্ণ একজন বিজেপি নেতা, ভোটের ঠিক আগের মুহূর্তে, দলত্যাগ করায় পদ্মফুল শিবিরে জোরালো ধাক্কা লাগলো। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার কেন্দ্রে আদি ও নব্য বিজেপি নেতাদের তীব্র লড়াই আরও একবার বেআব্রু হয়ে পড়ল।

রাজ্যের বিরোধী দলনেতা বিজেপিতে গিয়ে, নন্দীগ্রামে যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন, তাতে আদি বিজেপি নেতারা যে বেশ ক্ষুব্ধ, একথা স্পষ্ট করে দিয়েছেন বিজন। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান পীযুষকান্তি ভূঁইয়ার কাছ থেকে দলীয় পতাকা নিয়ে, জোড়া ফুল শিবিরে যোগদান করেই, রাজ্যের বিরোধী দল নেতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। বলে, “শুভেন্দু অধিকারী ও তাঁর দুর্নীতি পরায়ণ অনুগামীরা এখন বিজেপির দখল নিতে বেশ সচেষ্ট। তাই আদি নব্যের মধ্যে সংঘাত করে, আদি বিজেপি নেতাদের তাড়িয়ে দিতে বা সরিয়ে দিতে অত্যন্ত তৎপর। সনাতনের নাম নিয়ে, ধর্মের সুড়সুড়ি দিয়ে, এই রাজ্যে ভেদাভেদ সৃষ্টি করে, লুঠতরাজ কায়েম করতে চাইছে তারা। সেই জন্য আদি বিজেপি নেতাদের সুকৌশলে বসিয়ে রাখা হচ্ছে বা কাজ করতে দেওয়া হচ্ছে না। এই একই কারণে ইতিমধ্যে নন্দীগ্রামের অনেক আদি বিজেপি নেতা তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দিয়েছেন। তাঁরা অনেক আত্মসম্মান নিয়ে মা-মাটি-মানুষের হয়ে কাজ করছেন। আমিও সেই উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” তাঁকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ।

আরও পড়ুন- “নাথুরাম গডসে ভারতের সুপুত্র”, গান্ধীর খু.নির প্রশংসা করে বিতর্কে গিরিরাজ

spot_img

Related articles

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...

কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত...