বচসার জেরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর (TMC)। হুগলির আরামবাগের মইগ্রামের বাসিন্দা কাশীনাথ হাটির (Kashinath Hati) মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় ৫১ বছর বয়সী ঐ ব্যক্তি স্থানীয় রাইস মিলে কাজ করতেন। সোমবার রাতেই কাশীনাথকে ভারী কিছু দিয়ে আঘাত করা হলে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

মৃত কাশীনাথ হাটির পরিবার জানায় গতকাল রাতে কাশীনাথের সঙ্গে রাইস মিলের সামনেই একজনের বচসা হয়, সেখান থেকেই হাতাহাতির শুরু। তাতেই গুরুতর আহত হন কাশীনাথ। তাঁকে তাড়াতাড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। তিনি তৃণমূল করতেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়ছেন। মিলের মালিক বলছেন এই ঘটনার সময় তিনি বা তাঁর পার্টনার কেউ সেখানে ছিলেন না। মিলের এক স্টাফ তাঁকে ফোন করে জানান যে কাশীনাথ ও শ্রীমন্ত বলে একজনের মধ্যে মারামারি হয়েছে। এরপরই কাশীনাথ গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় তৃণমূল নেত্রী নূপুর হাটি (Nupur Hati)বলেন পঞ্চায়েত ভোটের আগেই একজন তৃণমূল কর্মী এভাবে খুন হল, এর পেছনে কে বা কারা আছেন সেটা খুঁজে বের করা দরকার। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।