Saturday, December 20, 2025

ভারতে প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন বাংলাদেশি নাগরিক! বেতন বন্ধের নির্দেশ আদালতের

Date:

Share post:

বাংলাদেশ(Bangladesh) থেকে ভারতে(India) এসে নাগরিকত্বের নথি জাল করে প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন। চাঞ্চল্যকর এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা উৎপল মন্ডলের বিরুদ্ধে। আর এই ঘটনা আদালতে যাওয়ার পর ওই শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(justice Abhijeet Ganguly)।

মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশের পাশাপাশি অভিযুক্ত শিক্ষক যাতে স্কুলে ঢুকতে না পারেন দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল পরিদর্শককে (ডিআই) তাও নিশ্চিত করতে বলেছে আদালত। শুধু তাই নয় আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানিতে অভিযুক্ত শিক্ষককে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যাতে আদালতে হাজিরা দেন তা নিশ্চিত করতে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে। মামলায় জেলা শাসককে পক্ষভুক্ত করে এবিষয়ে তাঁর কাছে রিপোর্টও তলব করেছে আদালত।

এই মামলায় মামলাকারী বিমল সরকারের আইনজীবীর অভিযোগ, “তাঁর মক্কেলের যোগ্যতা থাকার সত্বেও তিনি নিয়োগ পাননি। অবশ্য সেখানে চাকরি করছেন একজন বাংলাদেশী। তথ্য জানার আইনে তিনি জানতে পেরেছেন বিতর্কিত ওই শিক্ষক উৎপল মণ্ডল বাংলাদেশেই পড়াশোনা করেছেন। ২০১২ সালে বাংলাদেশ থেকে ‘এইট’ পাশ করে এদেশে এসেছেন। পরে দক্ষিণ দিনাজপুরের একটি স্কুল থেকে জালিয়াতি করে মাধ্যমিক পাশের জাল শংসাপত্র জোগাড় করেন।” গোটা ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে আইনজীবী দাবি, “অভিযুক্ত উৎপল মণ্ডল বর্তমানে জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।” তার নিয়ম সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...