Tuesday, January 13, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চক্রান্ত তুলে ধরতেই প্রতিহিংসা পরায়ণ রাজ্যপাল: ওমপ্রকাশ

Date:

Share post:

রাজ্যের বিশ্ব বিদ্যালয়গুলির উপাচার্যদের একটি অংশকে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সম্প্রতি তারই প্রতিবাদ করে সরব হয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। কিছুদিন আগে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার ওমপ্রকাশের বিরুদ্ধেই উঠল দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের নির্দেশ রাজভবনের।

নিয়োগ মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের জায়গায় বর্তমান রাজ্যপালই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেছিলেন ওমপ্রকাশ মিশ্রকে। পরবর্তীতে দেখা যায় এই রাজ্যপালই আবার ওমপ্রকাশ মিশ্রের মেয়াদ আর বাড়াননি। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ওমপ্রকাশ মিশ্র সহ কয়েকজন উপাচার্য।

এবার রাজভবন থেকে বার্তা, ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটি বসানোর নির্দেশ দিয়েছেন সিভি আনন্দ বোস। বস্তুত, এর আগে উপাচার্য থাকাকালীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জমি সংক্রান্ত বিবাদে নাম জড়ায় এই ওমপ্রকাশের। যদিও, তিনি বারংবার দাবি করেন পুরো বিষয়টি স্বচ্ছ। এরপর রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠকে যোগ দেওয়ার পর প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ শুনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি নিয়ে ওমপ্রকাশ মিশ্র বলেন, “গত ৩৪ বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি। বিভিন্ন পদ অলঙ্কৃত করেছি। কোনও দাগ কোনওদিন নেই। রাজভবন এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে সুপরিকল্পিত প্রচেষ্টা করছে। এই চক্রান্তগুলিকে সামনে আনার চেষ্টা আমি করেছি। আর সেই কারণেই প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা বলছে রাজভবন।”

 

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...