Sunday, February 1, 2026

পরিকল্পনা করেই বাসন্তীতে তৃণমূল কর্মীকে খু.ন! কোথায়, কখন গু.লি করা হবে আগেই ঠিক ছিল

Date:

Share post:

ভোট হিংসায় বাসন্তীতে তৃণমূল কর্মী খুন অত্যন্ত সুপরিকল্পিতভাবেই করা হয়েছিল।কোথায়, কখন গুলি করা হবে তাও ঠিক করেই রেখেছিল আততায়ীরা। চাতরাখালি গ্রামের রাস্তায় কোথায় স্পিড ব্রেকার অর্থাৎ বাইক বা যানের গতি কমে, সবটাই নজরদারিতে রেখেছিল তারা। তদন্তে নেমে বাসন্তী থানা এলাকার ফুল মালঞ্চ চাতরাখালি গ্রামে তৃণমূল যুব কর্মীর খুনের ঘটনায় এমনই তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। শুধু তাই নয়, এই খুনের ঘটনায় একাধিক সন্দেহভাজন যোগ রয়েছে বলেই পুলিশের দাবি। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

আরও পড়ুনঃঅভিষেকের সভার আগে বাঘমুন্ডিতে মিলল তলো.য়ার! বিজেপির ষ.ড়যন্ত্র, অভিযোগ তৃণমূলের

তবে পরিবারের তরফে আনা অভিযোগ খতিয়ে দেখতে নিহত জিয়ারুল মোল্লার মোবাইল ফোন নম্বরের সিডিআর বা ফোন কল ডিটেলস খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুধু তাই নয় পুলিশের প্রাথমিক দাবি, এই খুনে ব্যবহৃত হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। কারণ মাথা ও পেটে লাগা গুলি দুটি ভিন্ন ধরনের।

শনিবার রাতে বাসন্তী থানা এলাকার ফুল মালঞ্চর চাতরাখালি এলাকায় রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় তৃণমূল যুব কর্মী জিয়ারুল মোল্লাকে। রাত থেকেই পরিবারের অভিযোগ, এই খুনের ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে।
স্ত্রী মনোয়ারা মোল্লার দাবি, শনিবার বিকেলে জিয়ারুলের কাছে ফোন আসে, তাকে টাকা ফেরত দিতে চেয়ে ডাকা হয়। তারপর রাতে বাড়িতে ফোন আসে জিয়ারুলের গুলিবিদ্ধ দেহ পড়ে আছে। তার স্ত্রীর দাবি এর আগে একাধিকবার সরিয়ে দেওয়া হবে বলে হুমকি আসে। পরিবারের অভিযোগমত সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের এক আধিকারিক জানান, এই খুনের নেপথ্যে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, জিয়ারুলের কাছে বিকেলে একটি ফোন এসেছিল। সেই ফোন পেয়ে বেরিয়ে যান তিনি। গতকাল রাতে দেহের পাশে থেকেই জিয়ারুলের ফোন মিলেছে। সেটি এই মূহুর্তে পুলিশের কাছে । সিডিআর খতিয়ে দেখা হচ্ছে।।
কার ফোন পেয়ে বেরিয়ে ছিলেন তিনি। বাড়ি থেকে বেরোনোর পর কার কার ফোন এসেছিল।  শেষ কার সাথে কথা হয় সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের। একইসঙ্গে টাওয়ার লোকেশন দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন। আর যেখানে দেহ মিলেছে, সেখানে কখন এসেছিলেন তিনি। রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। তিনি বলেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...