আসন্ন মরশুমের জন‍্য সহকারী কোচের নাম ঘোষণা লাল-হলুদের

আসন্ন মরশুমের জন‍্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত নিজেই সহকারী বাছাইয়ের কাজ সম্পন্ন করেছেন।

আসন্ন মরশুমে জন‍্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। ফুটবলারদের পাশাপাশি দলের কোচিং স্টাফও বেছে নিল লাল-হলুদ। এদিন সহকারী কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। গোলরক্ষক কোচ হিসেবে লাল-হলুদে নেওয়া হল ফ্রান্সিসকো জাভিয়ের পিনিলোসকে। ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে যোগ দিচ্ছেন আলবার্ট মার্টিনেজ বার্নাত। ফিজিও হিসাবেও যোগ দিচ্ছেন সেনেন ফার্নান্দেজ আলভারেজ।

স্পেনের রিয়েল রেসিং ক্লাবে পিনিলোস দীর্ঘদিন গোলরক্ষক কোচ হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও ২০১৮ থেকে ২০২০ পযর্ন্ত বেঙ্গালুরু এফসির কোচিং স্টাফের অংশ ছিলেন পিনিলোস। এরই মাঝে বছর দেড়েক গোলরক্ষক কোচ হওয়ার পাশাপাশি বিএফসির সহকারী কোচও হয়েছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন‍্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত নিজেই সহকারী বাছাইয়ের কাজ সম্পন্ন করেছেন। এই তিনজন স্প্যানিশ স্টাফের মধ্যে কুয়াদ্রাতের বেঙ্গালুরুর কোচিং স্টাফে ছিলেন পিনিলোস, আলভারেজ। ২০১৮-১৯ সিজনে এই সহকারীদের নিয়েই বাজিমাত করেছিলেন কুয়াদ্রাত। চ্যাম্পিয়ন হয়েছিলেন আইএসএল-এ।

আরও পড়ুন:ভারতীয় দলে সুযোগ না পেয়ে বিরাট বার্তা রিঙ্কুর

Previous articleমণিপুর নিয়ে মোদি সরকারকে ধুইয়ে দিলেন অভিষেক, স্বরাষ্ট্র-কমিটির বৈঠক থেকে Walkout তৃণমূলের
Next articleপঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব শেষ, শনিবার ভোট উৎসবের অপেক্ষায় রাজ্য