বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের বৈশিষ্ট্য: অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় সরব অভিষেক

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। আগেই এর বিরোধিতার সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’-এ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই নীতির বিরোধিতায় বললেন, “বৈচিত্র্যের মধ্যে ঐক্যই (Unity In Diversity) আমাদের মূল আধার।“

অভিষেকের কথায়, “অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একটাই কথা বলি, যারা সেই আধারের উপর আঘাত করবে, তাদেরও মানুষ সরিয়ে দেবে।“ তৃণমূল সাংসদ বলেন, ভারত বৈচিত্র্যর জন্য প্রসিদ্ধ, সেখানে এক অভিন্ন নীতি কী করে হবে! তাঁর কথায়, ভারতের বিভিন্ন ভাষাভাষি মানুষ থাকেন। তাঁদের পোশাক থেকে ভাষা, খাওয়া, জীবনযাত্রা আলাদা। সেখানে কীভাবে অভিন্ন নীতি হতে পারে!

Previous articleভারতীয় দলে সুযোগ না পেয়ে বিরাট বার্তা রিঙ্কুর
Next articleঅভিষেকের সঙ্গে SSKM থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী