আদি*বাসী যুবকের মুখে বিজেপি নেতার প্র*স্রাব, ছবি পোস্ট করতেই গায়িকাকে হে*নস্থা

সঙ্গে হ্যাশট্যাগের মধ্যে রয়েছে অভি*যুক্ত প্রবেশ শুক্লার নামও। এরপরই গায়ি*কার বিরুদ্ধে ক*ড়া পদ*ক্ষেপ করা হয়।

শুধু তিনটে শব্দ লিখে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা, আর সঙ্গে ছিল একটা ছবি ব্যাস তাতেই FIR-এর কোপ এসে পড়ল। বিজেপি শাসিত রাজ্যের অবস্থা যে কতটা খারাপ তা মাঝেমধ্যেই জানিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট। এবার সেই সম্পর্কিত খবরের আলোচনাতেও হস্তক্ষেপ! ‘এমপি মে কা বা?’ অর্থাৎ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কী হয়েছে। এইটুকু লেখার পরই এফআইআর দায়ের হয়েছে ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোরের (Neha Singh Rathore) বিরুদ্ধে।

ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠোরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে এক অর্ধনগ্ন আরএসএস টুপি ও শার্ট পরে প্রস্রাব করছেন পাশে বসা এক ব্যক্তির মুখে। কার্টুন আকারে তৈরি ওই ছবি নজরে আসতেই টার্গেট হয়ে গেলেন গায়িকা। গত দুদিন ধরেই আসল ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। ঘটনার জল এত দূর গড়ায় যে কিছুটা বাধ্য হয়েই যেন বিজেপি সরকার ব্যবস্থা নেয়। পরে দলিত ব্যক্তির পা ধুয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর থেকেই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশের এই ঘটনার কথা। সেটিকে খোঁচা দেয় গায়িকার পোস্ট। তিনি অবশ্য পরে পোস্টের হ্যাশট্যাগে উল্লেখ করেন “Coming Soon”- সম্ভবত শিগগিরি এই বিষয়ে তিনি কোনও গান পোস্ট করবেন, সেটাই বলা হয়েছে ওই পোস্টে। সঙ্গে হ্যাশট্যাগের মধ্যে রয়েছে অভিযুক্ত প্রবেশ শুক্লার নামও। এরপরই গায়িকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। এবং ছবিটিকে সেন্সেটিভ কন্টেন্ট বলে হাইড করা হয়।

 

 

Previous article‘জয় শ্রীরামে’ আগ্রহ কম বঙ্গবাসীর, ধ্বনি পরিবর্তনে ‘দুর্গা’ বা ‘কালী’কে আনার ভাবনা বিজেপির
Next articleসামাজিক মাধ্যমে টুইটারের প্রতিদ্বন্দ্বী হয়ে এলো মেটা গ্রুপের ‘থ্রেডস’