Thursday, August 21, 2025

বিরোধীদের অক্সিজেন দিতে বিধি ভেঙে ভোটের ২৪ ঘন্টা আগে মুর্শিদাবাদে রাজ্যপাল, প্রতিবাদ তৃণমূলের

Date:

Share post:

কাকভোরে রাজভবন থেকে বেরিয়ে কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে চেপে মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বহরমপুর, খড়গ্রাম, বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রাজ্যপালের। ভোটের ঠিক ২৪ ঘন্টা আগে আনন্দ বোসের মুর্শিদাবাদ সফর ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হয়েছে। ভোটে প্রভাব ফেলতে এবং বিরোধীদের সুবিধা করে দিতেই রাজ্যপাল এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন।

আরও পড়ুনঃশেষবেলার প্রচারে নন্দীগ্রামে কুণালের সঙ্গে ঝড় তুললেন ‘পর্দার মমতা’

বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে শাসক দল। অভিযোগ, রাজ্যপাল পদের অপব্যবহার করে যেভাবে এখানে-ওখানে ল যাচ্ছেন তাতে তিনি মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছেন। রাজ্যে আইনশৃঙ্খলা দেখার জন্য প্রশাসন রয়েছে। এই মুহূর্তে এটা রয়েছে নির্বাচন কমিশনের কন্ট্রোলে। সেখানে রাজ্যপাল একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন, তিনি বিভ্রান্তিকর মন্তব্য দিচ্ছেন।
সেই চিঠির পরেও শুক্রবার মুর্শিদাবাদ গেলেন রাজ্যপাল।

জানা গিয়েছ, আজ শুক্রবার সকালে ৬.৫০ মিনিটের ট্রেনে মুর্শিদাবাদ রওনা দেন রাজ্যপাল। গত কয়েকদিন ধরেই তাঁর মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা চলছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়ে ওঠেনি। এবার ভোটের ঠিক আগেরদিন সেখানে গেলেন রাজ্যপাল। আর টুইট করে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলিকে উদ্ধৃত করেই রাজ্যপালকে বিঁধেছেন তিনি। টুইটে তিনি লেখেন, রাজ্যপাল বোস নির্বাচন কমিশনের এক্তিয়ারে অন্যায়ভাবে হস্তক্ষেপ করছেন। সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে পুর ও গ্রাম সংসদের নির্বাচন সংগঠিত করতে দায়িত্বপ্রাপ্ত। অন্য কোনও কর্তৃপক্ষ কমিশনের কাজে বাধা সৃষ্টি করতে পারে না। রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়া কোনও কাজ করতে পারেন না। সংবিধান সভার বিতর্কে রাজ্যপালদের বস্তুত অসাধারণ অকর্মণ্য কর্তৃপক্ষ (magnificent cypher) হিসাবে গণ্য করা হয়। প্রয়াত অরুণ জেটলি একসময় বলেছিলেন, ‘গণতন্ত্র অনির্বাচিতদের স্বৈরতন্ত্র নয়।’ রাজ্যপাল বোসের এবিষয়ে সম্যক ধ্যানধারণার অভাব লক্ষণীয়। জনসাধারণ এহেন অবাঞ্ছিত পরিস্থিতি তৈরীর প্রচেষ্টার বিরুদ্ধে ভোটের বাক্সে উপযুক্ত জবাব দেবেন।

এদিকে জানা গিয়েছে, মুর্শিদাবাদে পৌঁছে আনন্দ বোস সেখানকার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি প্রয়োজনে যে বিভিন্ন এলাকাগুলি থেকে মূলত তাঁর কাছে যে তথ্য এসেছে সেই এলাকাগুলিতে তিনি যেতে পারেন। অর্থাৎ যেখান থেকে অভিযোগ এসেছে সেই সমস্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষ এবং যারা আক্রান্ত হয়েছেন বা যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে তিনি দেখা করতে পারেন এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...