Saturday, May 3, 2025

মিলল স্বস্তি! ঝমঝমিয়ে বৃষ্টি নামল তিলোত্তমায়

Date:

Share post:

উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। উত্তরবঙ্গেও গত একসপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ভরা আষাঢ়ও দক্ষিণবঙ্গে দেখা মিলছে না বর্ষার। মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির দেখা মেলেনি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরে চলবে ভারী বৃষ্টি। দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে।

আরও পড়ুনঃগণনা শেষ হতে না হতেই সন্ত্রা.স শুরু বিজেপির, নৃ.শংসভাবে তৃণমূল কর্মীকে খু.ন

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপাতত লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদহ এবং উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরের অন্যান্য জেলাগুলো, যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে।

তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত খানিকটা বৃষ্টি হলেও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। উল্টে ভ্যাপসা গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।স্বভাবতই তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই।
আজ বুধবার সকাল থেকেই কলকাতায় মেঘ-রোদ্দুরের খেলা চলছে। কখনও মেঘে ঢাকছে আকাশ, তো কখনও আবার উঁকি দিচ্ছে সূর্য। বুধবার দিনভর আবহাওয়া এরকমই থাকবে বলে জানা গেছে আলিপুর সূত্রে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৮৫%। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

spot_img
spot_img

Related articles

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...