শুক্রবার নয়, ১৯ জুলাই মণিপুরে যাবে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

জাতিদা.ঙ্গায় অশান্ত উত্তর-পূর্বের রাজ্যটিতে সফরের প্রাক্কালে মণিপুর সরকারের (Manipur Government) অনুরোধ মেনে সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে গোটা দেশ। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিগর্ভ মণিপুরে আগামীকাল অর্থাৎ শুক্রবার তৃণমূলের ফ্যাক্ট সাইন্ডিং কমিটির(TMC Fact Finding Committee)যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল রাজ্যের শাসক দল। সূত্রের খবর, জাতিদাঙ্গায় অশান্ত উত্তর-পূর্বের রাজ্যটিতে সফরের প্রাক্কালে মণিপুর সরকারের (Manipur Government) অনুরোধ মেনে সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাস তিনেক ধরেই অশান্ত মণিপুর। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল অর্থাৎ ১৪ জুলাই তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দলের সেখানে যাওয়ার কথা ছিল। সেইমত প্রস্তুতিও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মণিপুর সরকারের লিখিত অনুরোধকে মান্যতা দিয়েই কয়েকদিনের জন্য এই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে আগামী ১৯ জুলাই ডেরেক ও ব্রায়েন, দোলা সেন(Dola Sen), কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)এবং সুস্মিতা দেব(Sushmita Deb)দুদিনের সফরে মণিপুরে যাবেন।

 

 

Previous articleসাম্প্র.দায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বাংলাদেশ: সেমিনারে মত বিশিষ্টদের
Next articleবড় সিদ্ধান্ত আইসিসির, পুরস্কার মূল‍্যে উঠল ছেলে-মেয়ের ভেদাভেদ