Friday, November 28, 2025

প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধের হুঁ.শিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

Date:

Share post:

প্রাথমিক পর্ষদ সভাপতির বেতন বন্ধের হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ সংক্রান্ত মামলায় নির্দেশ কার্যকর না হওয়ায় এই হুঁশিয়ারি হাইকোর্টের ।

যা শুনে ভরা আদালতেই ভেঙে পড়েন পর্ষদ সভাপতি।সোমবার বিচারপতির তলব পেয়ে কলকাতা হাইকোর্টে এসে উপস্থিত হয়েছিলেন পর্ষদ সভাপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে বলেন, ‘‘আমি আপনার বেতন বন্ধ করে দিচ্ছি। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও দেবেন।’’ যা শুনে গৌতম দৃশ্যতই ভেঙে পড়ে বলেন, ‘‘দয়া করে এটা করবেন না।’’বিচারপতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিষয়টি বলে দেওয়ার কথা বলেন। কিন্তু পর্ষদ সভাপতি পারিবারিক অসুবিধার কথা তার কাছে তুলে ধরেন।
প্রসঙ্গত, টেট পরীক্ষা সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ পর্ষদ পালন করেনি বলে অভিযোগ এসেছিল। সোমবার সেই সংক্রান্ত মামলা শুনানি হয় বিচারপতির বেঞ্চে। শুনানি চলাকালীনই পর্ষদ সভাপতিকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুপুর ৩টের মধ্যে এসে দেখা করতে বলেন তাঁর এজলাসে।
আদালত সূত্রে জানা গিয়েছে, এক মাস আগের একটি মামলার সূত্রেই এই তলব। ওই মামলায় ২০২০ সালে টেট পরীক্ষা দেওয়া এক চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হয়েছিল ওই নির্দেশ। কিন্তু এক মাস কেটে গেল সেই নির্দেশ কার্যকর হয়নি।

আদালত পর্ষদের আইনজীবীর কাছেও পর্ষদের অবস্থান জানতে চান। জবাবে তিনি বলেন, পর্ষদ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে। বিষয়টি বিচারাধীন বলে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা ডিভিশন বেঞ্চের মামলার নম্বর জানতে চান। কিন্তু পর্ষদের আইনজীবী তা দিতে পারেননি।
এতে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বেতন বন্ধের কথা বলার পর পর্ষদ সভাপতির অনুনয়ে আরও দু’ সপ্তাহ সময় দেন দ্রুত নির্দেশ কার্যকর করার জন্য । পর্ষদ সভাপতি সেই নির্দেশ কার্যকর করবেন বলে বিচারপতিকে কথা দেন। বিচারপতি বলেন, আপনারা অধ্যাপক মানুষ। আপনাদের সব সময় শ্রদ্ধা করি।

 

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...