Monday, August 25, 2025

৩০ মাসে ৭ বার! আবারও প্যারোলে জেলমুক্ত রামরহিম

Date:

Share post:

 

ধর্ষণ এবং খুন-সহ নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে জেলবন্দি ধর্মগুরু রামরহিমকে আবারও ৩০ দিনের প্যারোলে মুক্তি দিল হরিয়ানা প্রশাসন। আড়াই বছরে এই নিয়ে ৭ বার প্যারোলে মুক্তি পেলেন রামরহিম! ইতিমধ্যেই তাঁর বার বার মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।ভোটে রামরহিমকে কাজে লাগাতেই বিজেপি সরকার এই ব্যবস্থা করেছে বলে বিভিন্ন সমাজমাধ্যমে উঠেছে নিন্দার ঝড়।

আরও পড়ুনঃমুক্তি পেয়ে তলোয়ারে কেক কেটে বিজেপি নেতাদের সঙ্গে ‘সেলিব্রেশন’ রামরহিমের

রামরহিমকে ঘনঘন মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠন। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ৪০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। তখন মুক্তি পেয়েই পাঞ্জাবের সলাবাতপুরায় এক ভক্ত সমাবেশ অনলাইনে বক্তব্য রাখেন স্বঘোষিত এই ‘বাবা’। তখনও রামরহিমের মুক্তি পাওয়া নিয়ে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি প্রশ্ন তোলে যে, রামরহিম ছাড়া পেলে কেন জেলবন্দি অন্য শিখদের মুক্তি দেওয়া হবে না।

প্রসঙ্গত, নিজের আশ্রমে দুই মহিলাকে ধর্ষণ এবং আশ্রমের ম্যানেজারকে খুন করার অভিযোগে কুড়ি বছরের কারাদণ্ড পেয়েছেন রামরহিম। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে প্রান্তিক এবং অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে রামরহিমের একটা বড় প্রভাব রয়েছে। এই তিনটি রাজ্যের ভোটেও প্রভাব ফেলেন তাঁর ভক্তরা। তাই লোকসভা ভোট আসতেই ‘স্বঘোষিত’ বাবাকে মুক্ত করছে মোদির বিজেপি সরকার বলে দাবি বিরোধীদের।রাজনৈতিক কারণেই তাঁকে বার বার প্যারোলে মুক্তি দিয়ে মানুষকে প্রভাবিত করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...