Wednesday, May 7, 2025

অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার উদ্বোধন করলেন আইএম বিজয়ন, কলকাতায় এসে স্মৃতিতে ডুব প্রাক্তন ফুটবলারের

Date:

Share post:

আজ ২০ জুলাই, প্রাক্তন মোহনবাগান সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিন। আর এই দিনেই বিশেষ উদ্যোগ মোহনবাগানের। বৃহস্পতিবার অঞ্জন মিত্রের ৭৬ তম জন্মদিনে মোহনবাগান ক্লাবের প্রতি তাঁর অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সবুজ মেরুণ ক্লাবের তরফে নতুন মিডিয়া সেন্টারের নাম তাঁর নামে নামাঙ্কিত করা হল। আর অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার এদিন উদ্বোধন করলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার, কিংবদন্তি আইএম বিজয়ন।

বিজয়নের হাত ধরেই উদ্বোধন হয় মিডিয়া সেন্টার৷ এছাড়াও অঞ্জন মিত্রের জন্মদিন উপলক্ষে কেক কাটেন বিজয়ন। বিজয়ন ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিৎ চট্ট‍্যোপাধ‍্যায়, অঞ্জন মিত্রের কন্যা সোহিনি মিত্র, ফুটবল সচিব বাবুন বন্দ‍্যোপাধ‍্যায় এবং অঞ্জন মিত্রের পরিবার সদস্যরা।

এদিন বিজয়নকে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের স্বাক্ষর করা স্মারক উপহার দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। সচিব দেবাশিস দত্ত বলেন, “অঞ্জনদাই আমার অনুপ্রেরণা। ওঁকে দেখেই আমি শিখেছি।’’ স্মৃতিচারণ করেন প্রয়াত সচিবের কন্যা-সহ পরিবারের সদস্যরা। বিজয়ন বলেন, ‘‘মোহনবাগানে না খেললে আমি আই এম বিজয়ন হতে পারতাম না।” এদিকে ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত হলেও এশিয়াডে জাতীয় ফুটবল দল না পাঠানোর সরকারি সিদ্ধান্তের পরিবর্তন চান বিজয়ন। বলেছেন, ‘‘আমরাও চাই, দল এশিয়াডে অংশগ্রহণ করুক। এশিয়াডে শক্তিশালী দলগুলির সঙ্গে খেললে আমাদের পারফরম্যান্সের আরও উন্নতি ঘটবে। আশা করি, সরকার সিদ্ধান্ত বদলে দল পাঠানোর উদ্যোগ নেবে।

প্রয়াত মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বিজয়নকে প্রথমবার সবুজ-মেরুন জার্সি পরিয়েছিলেন। কেরল পুলিশ থেকে মোহনবাগানে সই করেছিলেন ১৯৯১ সালে। প্রয়াত সচিবের বাড়িতে একমাস থেকেই ক্লাবে প্র্যাকটিসে আসতেন অঞ্জনের উপহার দেওয়া এক স্কুটারে। এদিন বাগানে এসে কলকাতায় শুরুর দিনগুলির স্মৃতিতে ডুব দেন আই এম বিজয়ন।

আরও পড়ুন:মোহনবাগান দিবসে সুনীলকে সংবর্ধনা বাগানের

 

spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...