চূড়ান্ত অব্যবস্থা ও সরকারের অসহযোগিতা: মণিপুর প্রসঙ্গে সরব তৃণমূলের প্রতিনিধি দল

গত তিন মাস ধরে ভয়াবহ হিংসায় জর্জরিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। হিংসাদগ্ধ এই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে গিয়েছিল তৃণমূলের(TMC) ৫ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে রাজ্যের ভয়াবহ অবস্থার ছবিটা তুলে ধরলেন তাঁরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সংবাদ মাধ্যমের ছবি বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে নয়। আমরা সেখানে গিয়ে প্রত্যক্ষ করেছি কী ভয়ংকর অবস্থায় রয়েছে মণিপুরবাসী।”

টানা দুই মাস ধরে সড়ক এবং জাতীয় সড়ক বন্ধ থাকার জন্য তৃণমূলের প্রতিনিধিরা ইম্ফল থেকে চূড়াচাঁদপুর পর্যন্ত যান হেলিকপ্টারে। একাধিক অস্থায়ী শিবির পরিদর্শন করেন তৃণমূল সাংসদরা। চূড়ান্ত অব্যবস্থা এবং সরকারের অসহযোগিতায় মনিপুরবাসী অনিশ্চিত জীবন কাটাচ্ছেন শিবিরগুলিতে। ক্ষোভের সঙ্গে তারা জানালেন , “রাজ্যপাল এবং স্থানীয় সাহায্যেই চলছে এই শিবিরগুলি। প্রায় শতাধিক শিশু এবং সদ্যোজাত রয়েছে শিবিরগুলিতে কিন্তু নেই কোন শিশু খাদ্যর ব্যবস্থা।” অব্যবস্থার ভয়াবহ ছবিটা তুলে ধরে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “এক একটা ঘরে বসবাস করছেন ১০ থেকে ১৫ জন শুধুমাত্র দুটি বাল্বের আলোর ওপর ভরসা করে। নেই কোন ফ্যানের ব্যবস্থাও। তৃণমূলের প্রতিনিধি দলের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা । বৃহস্পতিবার দুপুরে গোরাচাঁদপুর থেকে ফেরার পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন জানান ,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশেই আমরা শান্তির বার্তা নিয়ে এসেছিলাম মণিপুরে ।”

Previous articleএবার বিউটি পার্লারেও তা.লিবানি ফতোয়া! পথে নেমে প্রতিবাদ আফ.গান মহিলাদের
Next articleযৌন হে.নস্তায় অভিযুক্ত ব্রিজভূষণের জা.মিনের বিরোধিতা করল না দিল্লি পুলিশ