Friday, November 28, 2025

দেশকে নেতৃত্ব দেবেন মমতা, বাংলা চালাবেন অভিষেক, একুশের মঞ্চে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

২১-শে জুলাই মানেই গরমের দাবদাহ কাটিয়ে বৃষ্টির পূর্বাভাস। তৃণমূল (TMC)শিবিরে এই বৃষ্টি শুভ ইঙ্গিত বহন করে আনে। ২০২৩ -এর আজকের দিনেও তার স্পষ্ট প্রমাণ মিলল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি শুরু হল কলকাতার বিভিন্ন জায়গায়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতেই বক্তব্য শুরু করলেন লোকসভার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। শুরুতেই তিনি স্পষ্ট করে দেন যে এদিনের সভা থেকেই দিল্লি থেকে বিজেপি (BJP)উৎখাতের শপথ নেওয়া শুরু হয়ে গেল। দেশের মানচিত্রে সরকার বদলের ডাক দিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। পাশাপাশি আগামীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)দেশ সামলাবেন আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাংলার দায়িত্ব নেবেন বলেও এদিনের সভামঞ্চ থেকে দাবি করেন সাংসদ।

এদিনের ধর্মতলা সকাল থেকেই ঢেকেছে তৃণমূলের পতাকায়। ফেস্টুন আর ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় – অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউটের সঙ্গে দেখা গেল বিজেপি বিরোধী জোট I.N.D.I.A-এর ব্যানার। মঞ্চে সুদীপ বন্দ্যোপাধ্যায় ততক্ষণে বলতে শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তে পদ্মফুল শুকোতে শুরু করেছে। দক্ষিণে ভ্যানিশ হয়েছে গেরুয়া শাসক, এবার মহারাষ্ট্রে সরকার ভাঙার খেলায় মন দিয়েছেন মোদি- শাহরা। আসলে বিজেপি INDIA-কে ভয় পেতে শুরু করেছেন বলে দাবি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের । মানুষের সমর্থন হারিয়ে ইডি- সিবিআই-কে কাজে লাগিয়ে বাংলাকে আর তৃণমূল নেতৃত্বকে যতই বিপাকে ফেলার চেষ্টা করুক না কেন, তৃণমূল কংগ্রেসকে টলানো সম্ভব নয়। মঞ্চ থেকে সাংসদ বলেন, বাংলায় বিজেপি আগে অভিষেকের সঙ্গে লড়ে দেখাক, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবার স্পর্ধা দেখাবে। ৩৪ বছরের বাম জমানার অপশাসনকে সরিয়ে বাংলার মা মাটি মানুষকে স্বাধীনতার সূর্য দেখিয়েছেন মমতা। তৃণমূল সুপ্রিমো CPM-কে শূন্য করেছে, বিজেপিকেও শূন্য করবে বলে স্পষ্ট ভাবেই জানান সুদীপ। তিনি বলেন, ” আজকের মঞ্চ থেকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার শপথ নেওয়া হল।” পাশপাশি এদিন কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর স্লোগান দিয়ে সাংসদ বলেন, আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন মমতা, বাংলা চালাবেন অভিষেক।

 

 

spot_img

Related articles

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...