২০২৩ সালের ২১ জুলাই দেশ বাঁচানোর ল*ড়াই: সায়নী ঘোষ

এদিনের মঞ্চ থেকে সায়নী তৃণমূল কর্মী সমর্থকদের বলেন "আপনাদের মতো লক্ষ লক্ষ কর্মীরা মাটিতে দাঁড়িয়ে থাকে বলেন আমাদের মত নেত্রীরা মঞ্চে দাঁড়ায় তাই আপনাদের ধন্যবাদ।"

শুক্রবার শহিদ দিবসে ধর্মতলায় তৃণমূলের জনজোয়ার। এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দেশ বাঁচানোর লড়াইয়ের ডাক দিলেন তৃণমূলের (TMC) যুবনেত্রী সায়নী ঘোষ ( Sayani Ghosh)। সায়নী ঘোষ জানিয়েছেন, “এই লড়াই অনেক বেশি তীব্রতর কারণ যাদের বিরুদ্ধে লড়াই তাঁরা রক্ষকের বেশে ভক্ষক। এবার দেশ বাঁচানোর লড়াই, আগেরবার রাজ্য বাঁচানোর লড়াই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসকে আর্শীবাদ করুন যাতে এগিয়ে যেতে পারি।”

এদিনের মঞ্চ থেকে সায়নী তৃণমূল কর্মী সমর্থকদের বলেন “আপনাদের মতো লক্ষ লক্ষ কর্মীরা মাটিতে দাঁড়িয়ে থাকে বলেন আমাদের মত নেত্রীরা মঞ্চে দাঁড়ায় তাই আপনাদের ধন্যবাদ। ১৯৯৩ সালের ২১ জুলাই একটি লড়াই ছিল রাজ্য বাঁচানোর লড়াই, ২০২৩ সালের ২১ জুলাই দেশ বাঁচানোর লড়াই।”

 

 

Previous articleএকুশের মঞ্চ থেকে দিল্লির শাসনভার পরিবর্তনের ডাক প্রতিমা মণ্ডলের
Next articleমতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রণাম! চব্বিশে স্বৈরাচারী শাসন অবসানের ডাক বিশ্বজিতের