একুশের মঞ্চ থেকে দিল্লির শাসনভার পরিবর্তনের ডাক প্রতিমা মণ্ডলের

শুক্রবার একুশে জুলাইয়ের (21 July) মঞ্চ থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal)। তিনি বলেন, চব্বিশে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে সংসদে আর মাত্র দুটো অধিবেশন বাকি আছে। আর সেকারণে মানুষের কাছে আহ্বান জানাই শাসনভার পরিবর্তনের সময় এসেছে। শাসনভার পরিবর্তন করে দিতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে। এরপরই উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বঞ্চনা করেছিল এই বিজেপি সরকার। ১৫ লক্ষ টাকা দেবে, ২ কোটি বেকারের চাকরির কথা শোনালেও তা হয়নি। প্রতিমার আরও অভিযোগ, এনআরসির (NRC) বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ২০২৪ আর বেশি দেরি নেই।

সাংসদ আরও জানান, ১৩ জন শহিদের শ্রদ্ধাঞ্জলি। আগামী দিনে কিভাবে পথ চলবো তার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন এই মঞ্চ থেকে। কর্মী সমর্থকদের জন্যই আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায়। এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে জেলায় জেলায় তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন। পাশাপাশি নারীর অবমাননা প্রসঙ্গে প্রতিমা মণ্ডল বললেন, নারীদের অবমাননা কখনও মেনে নেয়নি। দেশে যে নারীর অবমাননা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানালেন প্রতিমা মণ্ডল।

 

 

 

Previous articleশহিদ দিবসে ‘জাগো বাংলায়’ বার্তা অভিষেকের, কী লিখলেন তিনি!
Next article২০২৩ সালের ২১ জুলাই দেশ বাঁচানোর ল*ড়াই: সায়নী ঘোষ