১) ভারত-ওয়েস্ট দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৮৬। ক্যারিবিয়ানরা পিছিয়ে ৩৫২ রানে। প্রথম ইনিংসে ভারত করে ৪৩৮ রান। ১২১ রান করেন বিরাট কোহলি।

২) ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে বিরাট নজির গড়লেন কোহলি। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে ওয়েস্ট-ইন্ডিজদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করলেন শতরান রান। টপকে গিয়েছেন বীরেন্দ্র সেহবাগ, জ্যাক কালিসকে।

৩) আগ বাড়িয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা জয় শাহ-র। বেজায় চটেছে PCB। এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থা-কে বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাক বোর্ডের কথা হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল পাকিস্তানের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধে ৭:১৫ মিনিটে।

৪) আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল এফসি। ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের দল আরও শক্তিশালী করতে এবার জাতীয় দলের অনুর্ধ্ব-১৭ দুই তরুণ প্রতিভা, ভানলালপেকা গুইতে এবং গুরনাজ সিং গ্রেওয়ালকে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করাল লাল হলুদ।

৫) আসন্ন মরশুমের জন্য আজ থেকে প্রস্তুতিতে নেমে পরবে মোহনবাগান সুপার জায়ান্টস। শনিবার থেকে শুরু হবে বাগানের প্রাক মরশুমের প্রস্তুতি। এমনটাই জানান হয় বাগানের পক্ষ থেকে।
আরও পড়ুন:৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরান করে একের পর এক নজির বিরাটের
