Sunday, November 9, 2025

“কেন রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে?” মালদাকাণ্ডে মালব্যকে পাল্টা দিয়ে প্রশ্ন শশীর

Date:

Share post:

মণিপুরে কাণ্ডের মাঝেই মালদা নিয়ে বিস্ফোরক টুইট বিজেপি আই টি সেলের প্রধান অমিত মালাব্যর। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ করলে অমিত মালব্য এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অন্যদিকে, তৃণমূলের হয়ে ঘটনার প্রকৃত কারণ তুলে ধরে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। উন্মত্ত জনতার দাবি, ওই দুই মহিলা চুরি করতে এসেছিলেন। চুরির অভিযোগে ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলেও আবার দাবি করেছেন তাঁদের পরিবারের লোকেরা। পরিবারের আরও দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয়।

এই ঘটনার পরই রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মালব্য। বিস্ফোরক ট্যুইট করে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যাহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ১৯ জুলাই সকালে এই ঘটনাটি ঘটে।”

অন্যদিকে, এই ঘটনাকে রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে?” প্রশ্ন রাজ্যের মন্ত্রীর শশী পাঁজার। গোটা ঘটনায় প্রতিক্রিয়ায় শাসক দল তৃণমূলের তরফে আলাদা যুক্তি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। তাঁর কথায়, “যে দুই মহিলা চোর ছিলেন, তাঁদেরকে যাঁরা ধরেন, তারা মহিলা পুলিশ কর্মী। গ্রেফতার করার সময় একটু ধস্তাধস্তি হয়। সকলেই গরীব। ধস্তাধস্তিতে কাপড় সরে যায়। কিন্তু এই ঘটনাকে রাজনীতির চশমায় কেন দেখা হচ্ছে?” এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা সিভিক পুলিশও এগিয়ে যায়, কিন্তু মহিলারা নিজের হাতে আইন-শৃঙ্খলা তুলে নিয়েছে। এটা ঠিক নয়। অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্তে নেমেছে পুলিশ।”

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...