Saturday, December 20, 2025

ডিজিটাল দুনিয়া দুই বাংলার চলচ্চিত্রের আদানপ্রদানকে সহজ করে দিয়েছে: ব্রাত্য বসু

Date:

Share post:

এখন ডিজিটাল মাধ্যম। তাই দুই বাংলার চলচ্চিত্রের আদান প্রদানটা এখন অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন হলো নন্দন প্রেক্ষাগৃহ-১ এ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ছিলেন রাজ্যের স্কুল ও উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসু, বিশেষ অতিথি ছিলেন আরমা দত্ত বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য, ছিলেন এপার বাংলার প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ। সভাপতির আসন অলংকৃত করেন বাংলাদেশ উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।

আরও পড়ুনঃ মণিপুরে দুই মহিলাকে হেনস্থার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

বাংলাদেশ থেকে অংশ নেন চলচ্চিত্র তারকা ,পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মামুনুজ্জামান, গৌতম সাহা প্রমুখ। ২৯ থেকে ৩১ জুলাই নন্দন ১ ও ২ হলে বাংলাদেশের ২৪টি সিনেমা প্রদর্শিত হবে।অভিনেত্রী আরমা দত্ত বলেন, একমাত্র বাংলা ভাষাই দুই বাংলাকে এক করেছে, চলচ্চিত্র তারই একটা মাধ্যম। পরিচালক গৌতম ঘোষ বলেন, চলচ্চিত্র মানুষের কথা বলে চলচ্চিত্র মনের কথা বলে চলচ্চিত্র সংস্কৃতির কথা বলে।

তিন দিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত ছবি দেখানোর ব্যবস্থা থাকছে। তবে ছবি দেখার জন্য টিকিটের কোনও বিক্রয়মূল্য নেই। বিনা পয়সাতেই মিলবে পাস। নিদির্ষ্ট সময়ে গিয়ে টিকিট সংগ্রহ করলেই বিনামূল্যে ছবি দেখা যাবে।

প্রদর্শিত হতে যাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘জেকে-১৯৭১’, ‘গণ্ডি’, ‘গুনিন’, ‘বিউটি সার্কাস’, ‘ন ডরাই’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’, ‘পরাণ’, ‘স্ফুলিঙ্গ’, ‘বিক্ষোভ’, ‘অবিনশ্বর’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘পাপ পুণ্য’ ইত্যাদি।

 

spot_img

Related articles

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant deaths in train accident))! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায়।...

তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু...