Wednesday, August 20, 2025

পঞ্চায়েতের ৪ জয়ী প্রার্থীকে অ.পহরণ! ‘সাজানো ঘটনা’ দাবি তৃণমূলের  

Date:

Share post:

পঞ্চায়েত (Panchayat) বোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি হতে না হতেই ফের রাজ্যে নতুন অশান্তির চেষ্টা বিরোধীদের। এবার মথুরাপুরের (Mathurapur) জয়ী চার বিরোধী প্রার্থীকে শহর কলকাতা থেকে অপহরণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছ জেলা সিপিএম (CPIM) নেতৃত্ব। পাশাপাশি দ্রুত তদন্তের আর্জি জানিয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly)। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা নির্বাচনে হেরে বোর্ড গঠনের আগে ফের নতুন নাটক শুরু করেছে। যেখানে তৃণমূলের (TMC) দখলে সবকটি জেলা পরিষদ, সেখানে তাদের পক্ষে এমন কাজ করা সম্ভব নয় বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল সম্পাদক বাপি হালদারের দাবি, এসবই সাজানো ঘটনা। কোনও অপহরণ হয়নি। এঁরা সকলে তৃণমূলেই যোগ দেবেন। সেই কারণে এসব বলে তৃণমূলের বদনাম করার চেষ্টা করছে সিপিএম।

বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে কলকাতার পঞ্চসায়র থানা এলাকায়। যাঁদের অপহরণ করা হয়েছে, তাঁরা পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের জয়ী প্রার্থী বলে খবর। তিন বিজেপি প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের কাছে একটি গেস্ট হাউসে ছিলেন মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চার প্রার্থী। তাঁদের পরিবারের দাবি, রাত ঠিক ১১ টা ৭ মিনিট থেকে ১১ টা ১৫ মিনিটের মধ্যে ওই ঘটনা ঘটেছে। তাঁরা জানিয়েছেন, নিরাপত্তার কারণেই তাঁরা গেস্ট হাউসে এসেছিলেন। পরে রাতে খাওয়াদাওয়ার পর তাঁরা দেখেন আচমকা তাঁদের গেস্ট হাউসের নীচে পরপর বেশ কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়। তারপরই মথুরাপুরের জয়ী প্রার্থীদের অপহরণ করা হয়।

পুলিশ সূত্রে আরও খবর, বিজেপির ৩ জয়ী প্রার্থী ও একজন বাম সমর্থিত নির্দল প্রার্থী বৃহস্পতিবার এসেছিলেন কলকাতায়। পঞ্চসায়র এলাকায় একটি গেস্ট হাউসে ছিলেন। রাতে খাওয়াদাওয়ার পর ১১ টা ১৫ নাগাদ আচমকাই একটি গাড়ি এসে তাঁদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে সবই দেখা গিয়েছে। এমন খবর পেয়ে জোর করে অশান্তির চেষ্টা দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম নেতৃত্বের। পঞ্চসায়র থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তবে সিসিটিভ ফুটেজ থেকে গাড়ির নম্বর দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

spot_img

Related articles

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...