Sunday, January 11, 2026

আজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচ, সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া

Date:

Share post:

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় দল। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে ক‍্যারিবিয়ানরা। আজ জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার। প্রথম ম‍্যাচ দুই রিস্ট স্পিনারের চ্যালেঞ্জ উড়িয়ে ত্রিনিদাদে অবশ্য  ওয়েস্ট ইন্ডিজ জিতেছে। জিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচে হার্দিকদের প্রধান কাজ হল সমতায় ফেরা।

অধিনায়ক প্রথম ম্যাচে হেরে বলেছেন, ভাল পার্টনারশিপ হয়নি। একই ছবি আবার দেখা গেলে মুশকিল আছে ভারতের। সুতরাং রবিবারের ম্যাচে বড় রান তুলতে হবে হার্দিকদের। যাতে ক্যারিবিয়ানদের স্পিন দিয়ে ঘিরে ফেলা যায়।  শোনা যাচ্ছে, একই দল নিয়ে গায়েনায় নামবে ভারত। তাহলে যশস্বী জসওয়ালকে আরও অপেক্ষায় থাকতে হবে। তবে শুভমন গিলকে এবার রান করতে হবে। নাহলে বাইরে কত প্লেয়ার অপেক্ষা করে আছে! প্রথম ম্যাচে শুভমন, ঈশান, সঞ্জু সবাই ব্যর্থ হয়েছেন। কিন্তু তিলক ভার্মা ২২ বলে ৩৯ রান করে সবার নজর কেড়ে নিয়েছেন। তিনটি ছয় মেরে অধিনায়ক হার্দিকের মনও জিতেছেন মুম্বই ব্যাটার। হার্দিক বলেছেন, এমনই আরও  বিস্ময় তুলে ধরবে তিলক।

১৫০ রান তাড়া করে ৪ রানে হেরেছে ভারত।পরপর উইকেট চলে যাওয়া ও পার্টনারশিপ না হওয়ার খেসারত দিয়েছেন হার্দিকরা। ব্যাটিং যে ভাল হয়নি, এটা হার্দিক বলেছেন। তা না হলে ভারত ভাল শুরু করেছিল। পরের দিকে রান করেছিলেন তিলক। কিন্তু আর কেউ জেতার মতো রসদ জোগাতে পারেননি। মুশকিল হচ্ছে যে সঞ্জু, সূর্যরা দরকারের সময় কিছু করতে পারছেন না। তাই চাপে পড়লে বেরিয়ে আসতে পারছে না হার্দিকের দল। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তাঁদের। না হলে ব্যবধান বাড়তে থাকবে।ওয়েস্ট ইন্ডিজ এখন সবথেকে শক্তিশালী এই ছোট ফরম্যাটেই। রভম্যান পাওয়েল নিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আগের ম্যাচেও রান করেছেন। কিন্তু তারুণ্যে ভরা এই দলের ধারাবাহিকতার অভাব। সেটাই তাদের ভোগাচ্ছে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...