Tuesday, December 2, 2025

গর্ভস্থ মৃ.ত ভ্রূ.ণকে সুস্থ দাবি চিকিৎসকের! আলট্রাসোনগ্রাফি করতেই প্রকাশ্যে ভ.য়ঙ্কর ছবি

Date:

Share post:

চিকিৎসায় গাফিলতির (Wrong Treatment) অভিযোগ। যার জেরে প্রাণ গেল গর্ভস্থ ভ্রূণের। অভিযোগ, গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছে ৫ মাস বয়সেই। কিন্তু এরপর মাঝে কেটে গিয়েছে ৩ মাস। আট মাসেও ভ্রূণটিকে সুস্থ বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু আল্টাসোনগ্রাফি (Ultrasonography) করতেই সামনে এল আসল ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল রানাঘাটের একটি নার্সিং হোম। শেষমেশ গর্ভস্থ মৃত ভ্রূণটিকে অপারেশন করে বের করা হয়। বর্তমানে প্রসূতির অবস্থাও আশঙ্কাজনক বলে খবর। বিষয়টি জানাজানি হতেই চটে লাল প্রসূতির আত্মীয়রা। সোমবার সেই ক্ষোভেই নার্সিংহোমে (Nursing Home) ভাঙচুর চালায় তারা। এদিকে অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও নার্সিং হোম এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ।

অভিযোগ নার্সিং হোমের কর্মরত চিকিৎসক অনুপম বিশ্বাসের গাফিলতিতেই মৃত্যু হয়েছে গর্ভস্থ ভ্রূণটির। পরিবারের অভিযোগ, রানাঘাট ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসূতি পূজা রায়ের গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছে বেশ কয়েকদিন আগেই। তবে নদীয়ার ওই বেসরকারি হাসপাতালে একাধিকবার পরীক্ষানিরিক্ষা করা সত্ত্বেও চিকিৎসকদের তরফে কিছুই জানানো হয়নি। উল্টে ওই চিকিৎসক জানান, সুস্থ ও স্বাভাবিক রয়েছে গর্ভস্থ ভ্রূণটি। তবে কিছুদিন পর আচমকাই প্রসূতির পেটে ব্যথা হওয়ার কারণে আলট্রাসনোগ্রাফি করা হয়। আর তখনই আসল ঘটনা সামনে আসে। দেখা যায়, গর্ভস্থ অবস্থাতে অনেক আগেই মৃত্যু হয়েছে ভ্রূণটির। এরপর অপারেশন করে ভ্রূণটিকে গর্ভ থেকে বের করা আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে প্রসূতির শারীরিক অবস্থা সঙ্কটজনক। তিনি বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জানাজানি হতেই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজনেরা। নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসককেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত রোগীর বাড়ির তরফে এখনও থানায় লিখিত কোনও অভিযোগ করা হয়নি।

 

 

 

 

spot_img

Related articles

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...

মিনি নিলামে সিএসকে-কেকেআরের হাতেই বেশি টাকা, নজরে তারকা অজি পেসার

মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম শেষ হতেই কাউনডাউন শুরু হয়ে গিয়েছে আইপিএল নিলামের। এবার অবশ্য আইপিএলের মিনি নিলাম(IPL Mini...