Sunday, May 4, 2025

পুলিশি তৎপরতায় বেহালার চৌরাস্তায় সামনে থেকে সরানো হল দোকান, ফের খুলল বড়িশা হাইস্কুল

Date:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর সোমবার সকালে খুলল বড়িশা হাইস্কুল। লালবাজারের নির্দেশ মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পারাপার করানো হচ্ছে। স্কুলে যাওয়া-আসার সময় যাতে সকলেই। ফুটপাত ব্যবহার করেন, তার ওপর নজর রাখছেন পুলিশ কর্মীরা।


আরও পড়ুনঃ বেহালার ছাত্রমৃ.ত্যুর ঘটনায় ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব

পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়া সৌরনীলের মৃত্যুর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। বেহালায় মর্মান্তিক দুর্ঘটনার পর পুরসভা, পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে ফুটপাত খালি করা হয়। মেট্রো স্টেশনের এলাকায় যে সব দোকান বসেছিল সেই দোকানদারদের রবিবার বিকেল ৪টের মধ্যে সরে যেতে বলা হয়েছিল। না হলে প্রশাসনের তরফ থেকে দোকান সরিয়ে দেওয়ারও হুঁশিয়ারি ছিল। কিন্তু বিকেলের পরও দোকান না সরানোয় পুলিশ এসে কয়েকটি দোকান সরিয়ে দেয়। তার পর বাকি দোকানদাররাও সরিয়ে নেন তাঁদের অস্থায়ী দোকানগুলিকে।


প্রসঙ্গত, শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয় স্কুলপড়ুয়া সৌরনীলের। তাঁর বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনার পক থেকেই পরপর তিনদিন বন্ধ ছিল স্কুল। রবিবার ওই এলাকার ফুটপাতের দোকানগুলি উঠিয়ে দেওয়ার পর সোমবার ফের শুরু হয়। কলকাতা পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে পথচারীরাও।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version