Monday, November 3, 2025

কান্তি আর “কাছের নয়”, ৪৪ বছর পর সিপিএম নেতার গড়ে পঞ্চায়েত দখল তৃণমূলের

Date:

Share post:

কান্তি গঙ্গোপাধ্যায় নামটি যেমন বালিগঞ্জ বিজন সেতুর উপর আনন্দমার্গীদের নৃশংস হত্যাকাণ্ডের কলঙ্কিত ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, ঠিক একইভাবে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির সঙ্গেই লেপ্টে আছে বর্ষীয়ান এই সিপিএম নেতার নাম। ”কাজের মানুষ কাছের মানুষ” ট্যাগ লাগিয়ে বছরের পর বছর এই রায়দিঘি শাসন করেছেন কান্তিবাবু। তবে ২০১১ সালে পরিবর্তনের বছরে রায়দিঘির বামদুর্গ ছারখার হয়ে যায়। কান্তি গঙ্গোপাধ্যায়ও পরাজিত হন। সেই থেকে রায়দিঘি বিধানসভায় সিপিএম হারের হ্যাট্রিক করলেও কান্তিবাবু কিন্তু নিজের এলাকার মানুষের পাশে সর্বদা আছেন বলে শোনা যায়।

ফলে বিধানসভাতে হারলেও কান্তি গঙ্গোপাধ্যায়ের ‘কাজের মানুষ কাছের মানুষ’ ইমেজকে কাজে লাগিয়ে এতদিন পর্যন্ত অক্ষুণ্ণ ছিল রায়দিঘির রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের বাম দুর্গ। বাম বাংলার ৩৪ বছরের শাসনকালে তো বটেই, তৃণমূলের জমানাতেও এই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ধরে রেখেছিল সিপিএম। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সেই গ্রাম পঞ্চায়েতে তথা রায়দিঘির মাটিতে টিম টিম করে জ্বলতে থাকা শেষ বাম দুর্গেরও পতন হয়। সেই গ্রাম পঞ্চায়েতে ৪৪ বছর বাদে গঠিত হল কোনও অবাম বোর্ড।
এবার সারা রাজ্যের সঙ্গে তালমিলিয়ে রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল। এই ফল প্রমাণ করে রায়দিঘির মানুষ আর কান্তি গঙ্গোপাধ্যায় ”কাজের মানুষ কাছের মানুষ” ট্যাগ লাইন খাচ্ছে না।

২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরও এই গ্রাম পঞ্চায়েতে ২০১৩ ও ২০১৮ সালের ভোটে জিয়েছিল সিপিএম তথা বামেরা। তবে এবারের ভোটের ফল বার হতে দেখা যায়, রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের মোট ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০টি আসন। সিপিএম পেয়েছে ৫টি আসন। বিজেপি ও এসইউসিআইয়ের ঝুলিতে গেছে একটি করে আসন। নতুন বোর্ডের প্রধান হয়েছেন দেবযানী হালদার।

spot_img

Related articles

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...