Friday, November 14, 2025

ডার্বির উত্তাপ, টিকিটের জন‍্য লম্বা লাইন সমর্থকদের, ভিআইপি এবং ভিভিআইপি টিকিট নিল না ইস্টবেঙ্গল

Date:

শনিবার মরশুমের প্রথম ডার্বি। তার জন‍্য আজ থেকে সমর্থকদের জন‍্য শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। তবে ডুরান্ড কমিটির বিরুদ্ধে নিজেদের আন্দোলন বজায় রাখল ইস্টবেঙ্গল। ডার্বির ভিআইপি এবং ভিভিআইপি বক্স টিকিট নিলেন না লাল-হলুদ কর্তারা। আগামী শনিবার ডুরান্ড ডার্বি। মরশুমের প্রথম বড় ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। কিন্তু তার আগে টিকিট নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলে।

শনিবার মরশুমের প্রথম ডার্বি। মরশুমের প্রথম বড় ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে চড়তে শুরু করেছে পারদ। সমর্থকদের মধ্যেও টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছে। সেই সমস‍্যা মেটাতে ডার্বির টিকিট সঠিকভাবে বন্টন নিয়ে মঙ্গলবার বিকেলে অরূপ বিশ্বাসের দফতরে সেনাবাহিনী এবং দুই প্রধানের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কিন্তু ডুরান্ড কমিটির টিকিট বণ্টনের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কর্তারা। বৈঠকের মধ্যেই প্রচন্ড চটে যান লাল হলুদের কর্তারা। শেষ পর্যন্ত মিটিংয়ের মাঝপথেই ওয়াকআউট করেন তাঁরা। তবে শেষ পযর্ন্ত থাকে মোহনবাগান। টিকিট বন্টন নিয়ে সেনার নয়া নির্দেশিকা মোটেই পছন্দ হয়নি দুই প্রধানের। এমনকী কমপ্লিমেন্টারি টিকিটের সংখ্যাও বাড়ানোর অনুরোধ করেন লাল-হলুদ কর্তারা। যদিও বুধবার ডুরান্ড কমিটি সেই অনুরোধ পরে মেনে নেয়। দুই ক্লাবকেই ৫ হাজার কমপ্লিমেন্টারি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ডার্বি ম্যাচের ভিআইপি এবং ভিভিআইপি বক্সের টিকিট বন্টন নিয়ে অবশ্য ডুরান্ড কমিটির বিরুদ্ধে খুশি নন  ইস্টবেঙ্গল কর্তারা। সেই বিষয়ে ক্ষোভ রয়েছে তাদের। লাল-হলুদ কর্তাদের দাবি ইনভেস্টর, স্পনসর, প্রাক্তন খেলোয়াড় এবং ক্লাবের সঙ্গে যুক্ত সমাজের বিশিষ্ট জনদের সকলকে দেওয়ার মতো যথেষ্ট টিকিট দেওয়া হচ্ছে না। তাই ভিআইপি এবং ভিভিআইপি বক্সের টিকিট ক্লাব নিচ্ছে না। এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, “ডুরান্ড কাপের টিকিট বিলি নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ডাকা বৈঠকে গিয়েছিলাম। গতবার সমর্থকদের জন্য আমাদের দুই প্রধানকে ৯ হাজার করে টিকিট দেওয়া হয়েছিল। এবার বলা হয়েছে, টাকা দিয়ে বা অন্য কোনও গ্যারান্টি দিয়ে টিকিট নিতে হবে। আমরা কেন অন্যদের গ্যারান্টি দিয়ে টিকিট নেব সেটাই বুঝতে পারছি না।”

এদিকে টিকিট নিতে সমর্থকদের ভীড়। সকাল থেকেই দুই প্রধানের সামনে ভীড়। মরশুমের প্রথম ডার্বির জন‍্য ফুটছে আপামর কলকাতা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version