কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) ২ বছরের সাজা দেওয়া সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের বেআইনি পদোন্নতির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আগেই। এবার সেই সাজা বজায় রাখা গুজরাট হাইকোর্টের(Gujrat HighCourt) বিচারপতিকে বদলির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছককে পটনা হাই কোর্টে(Patna HighCourt) বদলি করল। একইসঙ্গে দেশের বিভিন্ন হাইকোর্টের ৮ বিচারপতিকে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, রাহুলের বিরুদ্ধে গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির দায়ের করা ‘অপরাধমূলক মানহানি’ মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হরিশ হাসমুখভাই বর্মা দু’বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। এর পরেই নিয়ম ভেঙে তাঁর পদোন্নতি হয়েছিল বলে অভিযোগ। গত ১২ মে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ সেই পদোন্নতিতে স্থগিতাদেশ দেয়। এদিকে বিচারক বর্মার দেওয়া সাজা গত ৩ এপ্রিল বহাল রাখেন সুরাট জেলা দায়রা আদালতের বিচারক রবিন পল মোগেরা। তিনি ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা অমিত শাহের (বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) আইনজীবী ছিলেন। এরপর গুজরাট হাইকোর্টের বিচারপতি প্রচ্ছক গত ৭ জুলাই নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন খারিজ করেন। তবে গুজরাটের একের পর এক আদালতে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। এরপর গত ৪ অগাস্ট রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দেন। সেই ঘটনার পরপরই এবার গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছককে পটনা হাই কোর্টে বদলি করল কলেজিয়াম।
