Sunday, November 9, 2025

রাহুলের ‘শাস্তি’ বহাল রাখা বিচারপতিকে গুজরাট থেকে পাটনা বদলি সুপ্রিমকোর্টের

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) ২ বছরের সাজা দেওয়া সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের বেআইনি পদোন্নতির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আগেই। এবার সেই সাজা বজায় রাখা গুজরাট হাইকোর্টের(Gujrat HighCourt) বিচারপতিকে বদলির নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছককে পটনা হাই কোর্টে(Patna HighCourt) বদলি করল। একইসঙ্গে দেশের বিভিন্ন হাইকোর্টের ৮ বিচারপতিকে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, রাহুলের বিরুদ্ধে গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির দায়ের করা ‘অপরাধমূলক মানহানি’ মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হরিশ হাসমুখভাই বর্মা দু’বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। এর পরেই নিয়ম ভেঙে তাঁর পদোন্নতি হয়েছিল বলে অভিযোগ। গত ১২ মে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ সেই পদোন্নতিতে স্থগিতাদেশ দেয়। এদিকে বিচারক বর্মার দেওয়া সাজা গত ৩ এপ্রিল বহাল রাখেন সুরাট জেলা দায়রা আদালতের বিচারক রবিন পল মোগেরা। তিনি ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক মামলায় অভিযুক্ত বিজেপি নেতা অমিত শাহের (বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) আইনজীবী ছিলেন। এরপর গুজরাট হাইকোর্টের বিচারপতি প্রচ্ছক গত ৭ জুলাই নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন খারিজ করেন। তবে গুজরাটের একের পর এক আদালতে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। এরপর গত ৪ অগাস্ট রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপর লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সাংসদ পদ ফিরিয়ে দেন। সেই ঘটনার পরপরই এবার গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছককে পটনা হাই কোর্টে বদলি করল কলেজিয়াম।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...