Friday, January 2, 2026

এগিয়ে থেকেও আর্মি রেডের বিরুদ্ধে ড্র মোহনবাগানের

Date:

Share post:

এগিয়ে থেকেও ড্র করল মোহনবাগান সুপার জায়েন্ট। কলকাতা লিগে ড্র করল বাগান ব্রিগেড।স্বাধীনতা দিবসের দিন আর্মি রেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল তারা। ডার্বি হারের পরেও জয় পেল না সবুজ-মেরুন।

ম‍্যাচে এদিন ১২ মিনিটেই প্রথম গোল পেয়ে যেতে পারত মোহনবাগান। অল্পের জন্য গোল পায়নি সবুজ মেরুন। যদিও গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাগান ব্রিগেডকে। ২১ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে ১-০ করেন ভিয়ান। এরিয়াল বলে সুহেল ভাট হেড করেন। কিন্তু আর্মির কোনও ফুটবলার তা ক্লিয়ার করতে পারেননি সুযোগ বুঝে গোল করে যান ভিয়ান। হেড করে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর পাল্টা আক্রমণ করে আর্মি রেড। ২৪ মিনিটে সুযোগ এসে গিয়েছিল আর্মির সামনে। বারে বারে মোহনবাগান রক্ষণের ভুল নজরে পড়তে থাকে। লিটন বারে বারে আক্রমণে উঠে আসতে থাকেন। তবে গোল পাননি এবারের কলকাতা লিগে ভালো খেলা এই ফুটবলাররা।প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে থাকে মোহনবাগান। এর মধ্যেই বেশ কয়েবার গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল বাস্তব রায়ের ছেলেরা। তবে সুহেল ভাটরা গোল করতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে আর্মি ফুটবলাররা। রক্ষণের ভুলে ৪৭ মিনিটে গোল খেয়ে যায় মোহনবাগান। আর্মি রেডের হয়ে সমতা ফেরান সুখমিত সিং। জটলার মধ্যে থেকে গোল করেন তিনি। দু’বার বল পোস্টে লাগে। তবুও মোহনবাগানের কোনও ফুটবলার বল ক্লিয়ার করতে পারেননি। তবে এই সমতা ফেরানোর পরেই ফের গোল খেয়ে যায় আর্মি। বাগানের হয়ে গোল করেন কিয়ান নাসিরি।ডানদিক থেকে ক্রস আসে। সেই বল দারুণভাবে মিট করে গোল করেন কিয়ান। ডানপায়ের ইনস্টেপে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-১ গোলে এগিয়ে গেলেও রক্ষণে নজর দেয়নি মোহনবাগান। তার ফল ভুগতে হয় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। ইনজুরি টাইমে গোল খেয়ে যায় মোহনবাগান। রাজ বাস্ফোর পেনাল্টি বক্সের মধ্যেই বল হাতে লাগিয়ে ফেলেন। স্পট কিক থেকে গোল করে যান সোমরাজন।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন কিংবদন্তি ফুটবলার মহম্ম‍দ হাবিব

 

 

 

spot_img

Related articles

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...