Monday, May 5, 2025

কোলের শিশু সন্তানকে নিয়ে লিফটে উঠেছিলেন মা, ভাবতেই পারেননি মূর্তিমান বিপদ (Gurugram dog attack)সেখানেই অপেক্ষা করছে। ২৮ জুলাই গুরুগ্রামের সেক্টর ৫০-এর ইউনিটেক ফ্রেস্কো আবাসন কমপ্লেক্সে ৭ তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবেন বলে লিফটে উঠেছিলেন যশবিন্দর সিং (Yashvindar Singh) নামে আবাসনের এক বাসিন্দা, সঙ্গে ছিলেন স্ত্রী ও ৬ মাসের শিশু। সেই সময় আচমকাই গলায় বেল্ট লাগানো একটি কুকুর দৌড়ে ঢুকে আসে লিফটের ভিতর, তারপর সোজা ঝাঁপিয়ে পড়ে মহিলা ও তাঁর সন্তানের উপরে। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হতে হয় মা এবং দুধের শিশুকে। শনিবারের এই ঘটনার পরেই সোমবার থানায় গিয়ে কুকুরের মালিকের (Gurugram Dog Owner)বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে এফআইআর (FIR)করেন তিনি।

আক্রান্ত মহিলার স্বামী যশবিন্দর বলছেন কুকুরটির গলায় বেল্ট বাঁধা থাকলেও তাতে লিশ লাগানো ছিল না। তিনি যখন কুকুরের আক্রমণ থেকে তাঁর স্ত্রী ও সন্তানকে বাঁচানর আপ্রাণ চেষ্টা করছিলেন তখন এক ডেলিভারি বয় হরিশ , যিনি ওই লিফটে ছিলেন তাঁদের সাহায্য করেন । আসলে সাত তলা থেকে নেমে পাঁচতলায় লিফট থামে। তখন কুকুর লিফটের ভেতরে চলে আসে। যশবিন্দরের অভিযোগ, কুকুরের মালিক বৃতি লুম্বার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, এই ঘটনার জন্য বৃতি পরে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু পরবর্তীতে আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে অন্য কয়েকজন বাসিন্দা হেনস্থা করেছেন তাঁকে। এরপরেই তিনি অভিযোগ জানাবার সিদ্ধান্ত নেন।

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version