Monday, January 12, 2026

বাবার বিয়ে ‘অবৈধ’! বিস্ফোরক লক্ষ্মণ শেঠের ছোটছেলে, রিসেপশনে থাকবেন না দুইভাই

Date:

Share post:

জয়িতা মৌলিক

বাবার বিয়ে ‘অবৈধ’! জাল বিয়ের সার্টিফিকেট। লক্ষ্মণ শেঠের (Lakshman Seth) সেকেন্ড ইনিংস নিয়ে বিস্ফোরক লক্ষ্ণণের ছোটপুত্র সুদীপ্তন শেঠ। তাঁর অভিযোগ, এই বিয়েটা হয়নি। আর শুক্রবার, রিসেপশনে থাকা প্রশ্নই ওঠে না। ৩০ মে মালা বদল, ১৮ অগাস্ট প্রীতিভোজ- একসময়ের দাপুটে সিপিআইএম নেতার বিয়ে নিয়ে সরগরম বাংলা। আর এই বিয়ে নিয়ে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এ বোমা ফাটালেন লক্ষ্ণণের ছোটপুত্র সুদীপ্তন শেঠ (Sudiptan Seth)। তাঁর বিস্ফোরক অভিযোগ, লক্ষ্ণণ ও মানসীর বিয়ের শংসাপত্র জাল। যদিও, এনিয়ে কোনও আইনি পদক্ষেপ নিতে চান না তিনি বা তাঁর দাদা সায়ন্তন শেঠ। আর বিয়ের রিসেপশনে তাঁদের থাকার কোনও প্রশ্নই ওঠে না- সাফ জানিয়ে দিলেন লক্ষ্ণণ-পুত্র সুদীপ্তন।

বিয়েই হোক বা প্রেম- বয়স কোনও বাধা নয়। ৭৭ বছর বয়সে সেকেন্ড ইনিংস শুরু করে ফের একবার প্রমাণ করে দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ। পাত্রের বয়স ৭৭ আর পাত্রীর ৪২। এটা অবশ্য বিয়ের ক্ষেত্রে কোনও সমস্যা নয়। লক্ষ্মণ শেঠও স্পষ্ট জানিয়ে দেন, কোনও অন্যায় করেননি, বেআইনি কাজও করেননি। ২০১৬ সালে লক্ষ্মণের প্রথম স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়। তাঁদের দুই সন্তান- সায়ন্তন ও সুদীপ্তন। স্ত্রীর মৃত্যুর পর তিনি একা হাতে সংসার ও রাজনীতির ময়দান সামলে লক্ষণ শেঠ। এবার নতুন হাতে হাত কংগ্রেস নেতার। রীতিমতো সাংবাদিক বৈঠকে লক্ষ্মণ জানান, “এক ইনিংসে তো আর খেলা শেষ হয় না।” তাঁর সংযোজন, “রাজনীতি আর পারিবারিক জীবন এক নয়। আমার বয়স হয়েছে। তাই এই সময়ে কেউ একজন নিজের মানুষ পাশে থাকলে অনেকটাই মনের জোর পাওয়া যায়। তাই এমন সিদ্ধান্ত।” একথা তো ঠিকই। তাহলে আপত্তি কোথায়?

ছোট বয়সে মাকে হারিয়েছেন। সেই জায়গায় কাউকে বসাতে পারবেন না তাঁরা- জানিয়ে দিলেন লক্ষ্ণণের ছোটপুত্র। তাঁর মতে, বাবা বিয়ে করতেই পারেন। কিন্তু যাঁকে পরিবারের আনা হবে তাঁর সঙ্গে তো বাকি সদস্যদের পরিচয় করাতে হবে। মিলমিশ হতে হবে। এক্ষেত্রে মানসী দে-র সঙ্গে তাঁদের কোনও সম্পর্কই নেই বলে দাবি সুদীপ্তনের। এই বিয়ে, প্রীতিভোজ কোনও কিছুতেই থাকবেন না দুইভাই।

কিন্তু বৃদ্ধ বয়সে বাবারও তো কোনও অবলম্বন দরকার। উত্তরে সুদীপ্তন বলেন, সে কথা ঠিক। কিন্তু সেক্ষেত্রে যাঁকে নিয়ে আসা হচ্ছে তাঁর সঙ্গে তো পরিবারের আলাপ করাতে হবে। শুক্রবার, রিসেপশনেও তাঁদের সঠিক ভাবে ডাকা হয়নি বলে দাবি লক্ষ্ণণ-পুত্রের। মৌখিক বলা হয়েছে, কোনও কার্ড পাঠানো হয়নি। বাবার রিসেপশনে তাঁদেরই তো দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু তাঁদের কোনও আলোচনাই হয়নি।

তাহলে মিসেস শেঠ… প্রশ্ন শেষ করতে দেন না সুদীপ্তন। তীব্র প্রতিবাদ করে বলে ওঠেন, উনি (Manasi Dey) এখনও মিসেস শেঠ হননি। বিয়ের সার্টিফিকেটটি (Marriage Certificate) জাল করে তৈরি। ওঠা চ্যালেঞ্জ করলে বিয়েটা ভেস্তে যাবে। কিন্তু তা নিয়ে আর জলঘোলা করে বাবাকে আর বিব্রত করতে চান না ছেলেরা। তবে, এই বিয়ে মানেন না দুইভাই। বিয়ে বা রিসেপশন কোনও অংশগ্রহণ করছেন না তাঁরা।

 

 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...