নিয়োগ মামলা: ঘু.ষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ! জামিন পেলেন ধৃ.ত ৪ শিক্ষক

ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ৪ প্রাথমিক শিক্ষক (Teacher)। আলিপুর আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয়। ১২ দিন জেলে থাকার পর অবশেষে শনিবার জামিন পেলেন সাইগর হুসেন, সীমার হুসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডল।

৭ অগাস্ট নিয়োগ মামলায় ওই ৪ শিক্ষককে সাক্ষী হিসেবে আলিপুর আদালতে পেশ করে সিবিআই। সেই সময় বিচারক অর্পণ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, অভিযুক্তদের কেন সাক্ষী হিসেবে হাজির করা হয়েছে। এরপরেই সাইগর, সীমার, জাহিরউদ্দিন ও সৌগতকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। পাঠানো হয় জেল হেফাজতে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক জেরায় টাকা দেওয়ার কথা স্বীকার করেছিলেন এই চার শিক্ষক। কিন্তু ৭ অগাস্ট আগের বয়ান থেকে পুরোপুরি সরে আদালতে সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন তাঁরা। তাঁদের গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়। শনিবার, ফের অভিযুক্ত চার শিক্ষককে আলিপুর আদালতে পেশ করা হলে, তদন্তে সিবিআইকে সবরকমভাবে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। এরপর ওই জনকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিচারক।

 

 

 

 

Previous articleহৃদ*রোগে আক্রা*ন্ত হয়ে না ফেরার দেশে তামিল অভিনেতা পবন!
Next articleদুর্নী.তির অভিযোগ ওঠা আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার